০৫:০৭ অপরাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনার, বামনায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ

বরগুনার বামনা উপজেলার রামনা ইউনিয়নের দক্ষিণ রামনা গ্রামে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালিয়েছে এক দুর্বৃত্ত—এমন অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার গভীর রাতে ওই গৃহবধূর বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী গৃহবধূ জানান, ঘটনার সময় তার স্বামী কবীর হাওলাদার বাড়িতে ছিলেন না। এই সুযোগে পূর্ব-পরিকল্পিতভাবে একই এলাকার ইউনুস হাওলাদার তার ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।

ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্ষা করে এবং ঘটনাস্থল থেকে অভিযুক্ত ইউনুস হাওলাদারকে আটক করে। পরে  অভিযুক্ত ইউনুস হাওলাদারের দলবল এসে তাকে ছিনিয়ে নেয়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ অভিযুক্ত ইউনুস হাওলাদারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হারুন অর রশিদ বলেন, “ঘটনার বিষয়ে থানায় অভিযোগ আসেনি আসলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

পটুয়াখালী জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা উপলক্ষে তারেক রহমানকে শুভেচ্ছা ও দোয়া-মিলাদ

বরগুনার, বামনায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ

পোস্ট হয়েছেঃ ০৬:৩৪:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫

বরগুনার বামনা উপজেলার রামনা ইউনিয়নের দক্ষিণ রামনা গ্রামে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালিয়েছে এক দুর্বৃত্ত—এমন অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার গভীর রাতে ওই গৃহবধূর বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী গৃহবধূ জানান, ঘটনার সময় তার স্বামী কবীর হাওলাদার বাড়িতে ছিলেন না। এই সুযোগে পূর্ব-পরিকল্পিতভাবে একই এলাকার ইউনুস হাওলাদার তার ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।

ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্ষা করে এবং ঘটনাস্থল থেকে অভিযুক্ত ইউনুস হাওলাদারকে আটক করে। পরে  অভিযুক্ত ইউনুস হাওলাদারের দলবল এসে তাকে ছিনিয়ে নেয়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ অভিযুক্ত ইউনুস হাওলাদারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হারুন অর রশিদ বলেন, “ঘটনার বিষয়ে থানায় অভিযোগ আসেনি আসলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।