
গাজীপুরের টঙ্গীতে চাঁদাবাজির মামলায় গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট জিয়াউল হাসান স্বপনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে টঙ্গীর দত্তপাড়া এলাকার একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, পেশায় আইনজীবী হলেও স্বপন দীর্ঘদিন ধরে বিএনপির ‘সাবেক নেতা’ পরিচয়ে স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক ও সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করতেন। অভিযোগ রয়েছে, তিনি বিভিন্ন মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে মোটা অঙ্কের চাঁদা নিতেন।
রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা একটি হত্যা চেষ্টা মামলায় (মামলা নম্বর-৩৩৬) তার নামও আসামি তালিকায় রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, স্বপন একসময় টঙ্গী সরকারি কলেজ ছাত্র সংসদের জিএস ছিলেন। বর্তমানে কোনো রাজনৈতিক পদে না থাকলেও সাবেক নেতা পরিচয়ে এলাকায় দাপট দেখিয়ে আসছিলেন। অভিযোগ রয়েছে, তিনি ক্ষমতাসীন দলের কয়েকজন প্রভাবশালী নেতার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে বিভিন্ন সুবিধা আদায় করতেন।
বিশেষ করে চলতি বছরের জুলাই-আগস্টে ছাত্র ও জনতার গণআন্দোলনের পর তার বিরুদ্ধে চাঁদাবাজি, মামলা বাণিজ্য ও হুমকি-ধমকির অভিযোগ আরও বেড়ে যায়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্বপনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় চাঁদাবাজির চারটি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে সোমবার আদালতে পাঠানো হবে এবং রিমান্ডের আবেদন করা হবে বলে জানান ওসি।