
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, একটি পক্ষ পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে বলছে। তারা এ পদ্ধতির সুপারিশ করে বাংলাদেশের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এই সমস্ত দলের কোন লোক বাংলাদেশের একটা মেম্বারও হয়নি এই পর্যন্ত। যারা মেম্বার হয়নি তারা গোটা সিস্টেম বদলাতে চাচ্ছে, এটা কখনো বাংলাদেশে সম্ভবপর হবে না। ১৬-১৭ বছর আন্দোলন করতে গিয়ে আমাদের বহু নেতাকর্মী শহীদ ও আহত হয়েছে। আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে বিএনপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দল। দীর্ঘদিন আমরা স্বৈরশাসকের বিরুদ্ধে আন্দোলন করেছি। কেউ যদি কাল্পনিক দাবি দাওয়া উত্থাপন করে দেশের গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করতে চান, তাদেরকে সেই সুযোগ দেওয়ার অবকাশ নেই।
রোববার (৬ জুলাই) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর ইউনিয়নের উত্তর টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিএনপির ওয়ার্ড প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ পরিদর্শন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খায়ের ভূঁইয়া বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধানসহ যারা আছেন, আমরা এ সমস্ত উদ্ভট এবং কাল্পনিক চিন্তা থেকে বের হয়ে বাংলাদেশের মানুষ যে পদ্ধতি নির্বাচন করছে, সে পদ্ধতিইে স্বচ্ছ, নিরাপদ এবং নির্বিঘ্নে মানুষ যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেজন্য অবিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে এ দেশের মানুষের আশা আকঙ্খা বাস্তবায়নে আপনাদের সকলকে কাজ করতে হবে। সেজন্যই আমরা এ সরকারকে সহযোগীতা করছি। তবে এই সহযোগীতা দীর্ঘদিন থাকবে না। যে দেশের মানুষ খালি হাতে রাস্তায় বুক পেতে দিতে পারে, তাদেরকে ভয়ভীতি দেখানোর কোন কারণ নেই। গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়া বিনা অপরাধে দীর্ঘদিন কারাবরণ করছেন। তারেক রহমান শারিরীক নির্যাতনের শিকার হয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদরের দুলাল আরাফত রহমান কোকোকে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে। বাংলাদেশে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে জিয়া পরিবার।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, সদস্য অ্যাডভোকেট হারুনুর রশিদ বেপারী, সদর (পশ্চিম) উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল করিম ভূঁইয়া মিজান, যুগ্ম আহবায়ক ফখরুল ইসলাম স্বপন, জামাল হোসেন ও জেলা ছাত্রদলের সহসভাপতি আব্দুল্লাহ আল খালেদ প্রমুখ।