
নেত্রকোনার হাওর বেষ্টিত উপজেলা মদন।এই উপজেলা সব দিক দিয়ে পিছিয়ে থাকলেও পিছিয়ে নেই ইয়াবাসহ মাদক ক্রয় বিক্রয়ে।উপজেলার বিভিন্ন প্রান্তে হাত বাড়ালেই মিলছে ইয়াবাসহ মাদক সামগ্রী।
রবিবার(১৩ই জুলাই)উপজেলার বিভিন্ন জায়গা সরজমিনে গিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বললে মাদকের এই ভয়াবহ চিত্রের কথা জানা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান,মদন পৌরসভার মদন বাজার, দেওয়ানবাজার সহ বিভিন্ন অলিগলি, নায়েকপুর ইউনিয়নের আলমশ্রী গ্রামে,চানগাও ইউনিয়নের শাহাপুর গ্রামে,মাঘান ইউনিয়নের নয়াপাড়া বাজার, ফতেপুর ইউনিয়নের ধানকুনিয়া ব্রিজসহ অন্তত ২০টি স্পটে ইয়াবাসহ মাদক সামগ্রী ক্রয় বিক্রয় হচ্ছে।মাঝেমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী দুই একটা অভিযান পরিচালনা করলেও বেশিরভাগ তাকে ধরা ছোয়ার বাহিরে।
এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ জানান,আমরা কিছুদিন যাবত শুনতে পাচ্ছি মদন উপজেলায় বিভিন্ন জায়গায় মাদক কেনাবেচা হচ্ছে। এ বিষয়ে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা মদন উপজেলা বিএনপি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি বরাবরের মতই।
এ বিষয়ে মদন থানা অফিসার ইনচার্জ নাইম মোহাম্মদ নাহিদ হাসান বলেন মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি।মাদক নিধনের জন্য বিশেষ অভিযান নিয়মিত টহল জোরদার রয়েছে।