
পৃথক অভিযান চালিয়ে নগরীর বিভিন্ন স্থান থেকে ২৬৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বিএমপি গোয়েন্দা শাখার এসআই জাহিদ হাসান এর নেতৃত্বে গত ১৪ জুলাই বিকেলে নগরীর ২৬নং ওয়ার্ডস্থ কালিজিরা ব্রীজ এর পূর্ব পাড়ে অভিযান পরিচালিত হয়। এ সময় সেখান থেকে বিল্লাল হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ২২শ পিস ইয়াবাসহ আটক করা হয়। তার বাড়ী সাতক্ষীরা জেলার আশাশুনি থানার নূরের চালা গ্রামে। সে কালিজিরা এলাকার করিম মিয়ার ভাড়াটিয়া ছিলো। তার কাছে থেকে একটি মোটরসাইকেল ও ২টি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
অপরদিকে বিএমপির গোয়েন্দা শাখার এসআই মেহেদী হাসান এর নেতৃত্বে কোতয়ালি মডেল থানাধীন রুপাতলী হাউজিং ২১নং রোডের জসিম উদ্দিনের ৬ তলা বিল্ডিংয়ের ৫ম তলার উত্তর পাশের ফ্ল্যাটের সামনের রুমের মধ্যে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে ৪৫০ পিস ইয়াবাসহ আটক করা হয় দক্ষিণ কড়াপুর গ্রামের ফারুক হাওলাদার, ঝালকাঠী পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা শাকিল খান সেন্টু এবং সদর উপজেলার হরিনা ফুলিয়া এলাকার মারুফা আক্তার কে। এ সময় তাদের কাছ থেকে ৬০ গ্রাম গাঁজা ও ৩০০০ টাকা মূল্যমানের জাল নোট উদ্ধার করা হয়।