
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দুইজনসহ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ ও ছাত্র-জনতা এবং বিএনপির দীর্ঘ লড়াইয়ের বীরোচিত বিজয়ের প্রথম বর্ষপূর্তি পালন করেছে স্থানীয় ছাত্রদল।
জাতীয়তাবাদী ছাত্রদল মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মতলব দক্ষিণ উপজেলা ও মতলব পৌর ছাত্রদলের আয়োজনে গতকাল বাদ মাগরিব দুপুরে মতলব হাই স্কুল জামে মসজিদে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মিরাজ মাহমুদ জিসান। উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগর,মতলব পৌর ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওয়ালী উল্লাহ ঢালী,মতলব পৌর যুবদলের আহবায়ক মোঃ মজিবুর রহমান সরকার, যুগ্ম আহবায়ক মাসুদুল ইসলাম সোহাগ,পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সুজন পাটোয়ারী, পৌর ছাত্রদলের সদস্য সচীব মাসুদ পারভেজ পনির, যুগ্ম আহবায়ক সুমন পাটোয়ারী প্রমুখ।
এসময় বক্তারা বলেন, “জুলাই ২৪ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্রদল নেতা মতলবের পাভেল হাসান রাব্বীসহ যারা শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহতালা যেন তাদের মাফ করে দেন। আর যারা আহত হয়েছেন, আল্লাহতালা তাদের সুস্থ করে দেন। তারা যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে । তাদের এই ত্যাগ মনে রেখে বাংলাদেশ বিনির্মানে আমাদের এগিয়ে যেতে হবে। দেশের স্বার্থে, সার্বভৌম্যতের স্বার্থে বাংলাদেশী জাতীয়তাবাদ ছিলো, আছে ও ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ।”
ছাত্রদলের সাবেক আহবায়ক মিরাজ মাহমুদ জিসান বলেন, “দীর্ঘ ১৬ বছর আন্দোলনের সর্বোচ্চ রূপরেখা হিসেবে প্রকাশ পায় জুলাই আগস্ট আন্দোলন।বাংলাদেশের শিক্ষার্থীদের নেতৃত্বে এ আন্দোলনে বহু-শিক্ষার্থী পঙ্গুত্ববরণ ও শহীদ হয়েছে। সারাদেশে ফ্যাসিস্ট সরকারের পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন অনেকেই। এই গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি।”
স্মরণসভা শেষে জুলাই আগস্ট শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এর পূর্বে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া পাভেল হাসান রাব্বির গ্রামের বাড়ী নওগাঁ গিয়ে তার কবর জিয়ারত করেন এবং তার পিতা ও পরিবারকে সান্তনা দেন। এছাড়া তার কবরের পাশে বৃক্ষ রোপন করেন ছাত্রদলের নেতাকর্মীরা।