
রাঙামাটির বাঘাইছড়িতে আসন্ন জেলা বিএনপি নেতৃবৃন্দের আগমন উপলক্ষে ৩৩ নম্বর মারিশ্যা ইউনিয়ন বিএনপির আয়োজনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২০ জুলাই) রাত ৯টায় মুসলিম ব্লকের মোঃ সোহেল সওদাগরের দোকানের পাশের খোলা মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।প্রস্তুতি সভাটি পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক এবং সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ছব্বত আলী।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সহ-সভাপতি নূর মোহাম্মদ।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মোঃ আজগর আলী, উপজেলা বিএনপির সদস্য মোঃ আক্কাস আলী, মোঃ সেলিম জাবেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নূরউদ্দিন রাজু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন জুমান, পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু জাহেদ এবং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সাইজ উদ্দিন সাজু। এছাড়াও বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সভায় বক্তারা বলেন, আগামীর রাষ্ট্রনায়ক ও তারুণ্যের প্রতীক জনাব তারেক রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গঠনের লক্ষ্যে ২২ জুলাইয়ের সমাবেশকে সর্বাত্মকভাবে সফল করতে হবে। তারা অভিযোগ করেন, স্বৈরাচারী সরকারের দমন-পীড়ন, ভয়ভীতি ও নির্যাতনের মধ্যেও বিএনপি ধারাবাহিকভাবে গণতান্ত্রিক কর্মসূচি পালন করে যাচ্ছে।বক্তারা আরও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন না হওয়া পর্যন্ত রাজপথেই থাকবে বিএনপি। জনগণের ভোটের অধিকার নিশ্চিত করে বিএনপিকেই রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে এবং তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে দেশকে স্থিতিশীল ও অর্থনৈতিকভাবে শক্তিশালী রাষ্ট্রে রূপান্তর করতে হবে। তারা উল্লেখ করেন, “এখন আর রাতের আঁধারে ভোট চুরির সুযোগ নেই। প্রতিটি নেতাকর্মীকে হতে হবে জনগণের আপনজন এবং ভোটের অধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে শামিল হতে হবে।”সভায় আরও বলা হয়, গত ১৭ বছর ধরে বিএনপি মামলা-হামলার শিকার হলেও কোনো ষড়যন্ত্র কিংবা নিপীড়ন তাদের দাবিয়ে রাখতে পারেনি। বক্তারা ৫ আগস্টের ঘটনা তুলে ধরে অভিযোগ করেন, একটি মহল সরকারকে বিভ্রান্ত করছে যেন নির্বাচন ছাড়াই ক্ষমতায় টিকে থাকা যায়।পরিশেষে, বক্তারা আগামী ২২ জুলাই (মঙ্গলবার) অনুষ্ঠিতব্য জেলা নেতৃবৃন্দের সমাবেশকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সফল করার আহ্বান জানান।