০৭:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবিতে বগুড়ায় মানববন্ধন প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান

  • আসিফ কামাল
  • পোস্ট হয়েছেঃ ১০:১২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • 56
সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার দাবিতে বগুড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের জিরোপয়েন্ট সাতমাথায় এ মানববন্ধনের আয়োজন করেন বিভিন্ন কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-পরিচালকরা।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশে ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা প্রায় ৪৫ হাজার কিন্ডারগার্টেন এবং সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন, বিজিবি, জেলা প্রশাসন, চেম্বার অব কমার্স ও লায়ন্স ক্লাব পরিচালিত অসংখ্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠান বিগত এক যুগ ধরে শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এবং বেকার সমস্যা নিরসনেও ভূমিকা রাখছে।
বক্তারা জানান, ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রাথমিক সমাপনী এবং ২০২২ সালের বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাফল্যের সঙ্গে অংশগ্রহণ করেছে। কিন্তু ১৭ জুলাই ২০২৫ তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা অবহিতকরণ পত্রে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ না থাকায় অভিভাবক ও শিক্ষার্থীরা মানসিক যন্ত্রণায় ভুগছেন।তারা অবিলম্বে ওই নির্দেশনা বাতিল করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি সকল কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার জোর দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন এনামুল হক, আজমল হুদা, আব্দুল হাকিম, রায়হানুল হক রানা, জহুরুল ইসলাম বাদশা, আমিনুল ইসলাম, আহসান হাবিব সবুজ, তবিবর রহমান, শাহ আলম, শফিক সরদার, মামুনুর রশিদ, মুখলিছুর রহমান মুকুল, খায়রুল ইসলাম প্রমুখ।মানববন্ধন শেষে একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহণ শেষে জেলা প্রশাসক হোসনা আফরোজা জানান, বিষয়টি সরকারের উচ্চ মহলে পৌঁছে দেওয়ার জন্য তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

প্রশংসায় ভাসছেন মংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র মোঃ জুলফিকার আলী

সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবিতে বগুড়ায় মানববন্ধন প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান

পোস্ট হয়েছেঃ ১০:১২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার দাবিতে বগুড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের জিরোপয়েন্ট সাতমাথায় এ মানববন্ধনের আয়োজন করেন বিভিন্ন কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-পরিচালকরা।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশে ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা প্রায় ৪৫ হাজার কিন্ডারগার্টেন এবং সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন, বিজিবি, জেলা প্রশাসন, চেম্বার অব কমার্স ও লায়ন্স ক্লাব পরিচালিত অসংখ্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠান বিগত এক যুগ ধরে শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এবং বেকার সমস্যা নিরসনেও ভূমিকা রাখছে।
বক্তারা জানান, ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রাথমিক সমাপনী এবং ২০২২ সালের বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাফল্যের সঙ্গে অংশগ্রহণ করেছে। কিন্তু ১৭ জুলাই ২০২৫ তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা অবহিতকরণ পত্রে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ না থাকায় অভিভাবক ও শিক্ষার্থীরা মানসিক যন্ত্রণায় ভুগছেন।তারা অবিলম্বে ওই নির্দেশনা বাতিল করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি সকল কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার জোর দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন এনামুল হক, আজমল হুদা, আব্দুল হাকিম, রায়হানুল হক রানা, জহুরুল ইসলাম বাদশা, আমিনুল ইসলাম, আহসান হাবিব সবুজ, তবিবর রহমান, শাহ আলম, শফিক সরদার, মামুনুর রশিদ, মুখলিছুর রহমান মুকুল, খায়রুল ইসলাম প্রমুখ।মানববন্ধন শেষে একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহণ শেষে জেলা প্রশাসক হোসনা আফরোজা জানান, বিষয়টি সরকারের উচ্চ মহলে পৌঁছে দেওয়ার জন্য তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।