
কয়রা (খুলনা): সুন্দরবন পশ্চিম বন বিভাগ খুলনা রেঞ্জের অধীন ভোমরখালী বন টহল ফাঁড়ির আওতাধীন মর্যাদা নদীর বাওয়ানে অভিযান চালিয়ে বিষযুক্ত ৮৫০ কেজি মাছ সহ একটি ট্রলার আটক করেছে বন বিভাগ। পরে আটককৃত বিষযুক্ত মাছ আদালতের নির্দেশে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে।
গতকাল বুধবার (২৩ জুলাই) সকাল আনুমানিক ৬ টার দিকে অভিযান চালিয়ে বিষযুক্ত মাছ সহ একটি ট্রলার আটক করে। এবং বৃহস্পতিবার (২৪ জুলাই) আদালতের নির্দেশে আদালত চত্বরে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।
ভোমর খালি বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আঃ হাকিম বলেন, এসিএফ স্যারের উপস্থিতিতে আমরা অভিযান চালিয়ে ৮৫০ কেজি বিষযুক্ত মাছ সহ একটি ট্রলার আটক করেছি। আটককৃত বিষযুক্ত মাছ আদালতের নির্দেশে আদালত চত্বরে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে। এবিষয়ে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।