
একটা মানুষ তার জন্মভিটায় ফিরতে চায় এই চাওয়াটা কি খুব বেশি? কিন্তু বকশীগঞ্জ উপজেলার নামাপাড়া গ্রামের ৬৫ বছর বয়সী রুস্তম আলীর কাছে এই চাওয়াটাই যেন এখন এক দুঃস্বপ্ন। জমি বিক্রি না করায় প্রভাবশালী প্রতিবেশীর রোষানলে পড়ে চার মাস ধরে মেয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন তিনি। ভাঙা ঘরের পাশে পড়ে থাকা নিজের ভিটেমাটি এখনও দখলদারদের করাল গ্রাসে। ঘটনাটি শুধু একটি দখলদারির অভিযোগ নয়, এটি এক অসহায় বৃদ্ধের অস্তিত্ব টিকে থাকার লড়াই। অভিযোগ সূত্রে জানা যায়, বগারচর ইউনিয়নের নামাপাড়া গ্রামের কালু মিয়ার পুত্র রুস্তম আলী পৌনে ২ শতাংশ জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে সেখানে বসবাস করে আসছেন। কিন্তু একই গ্রামের নুরু মিয়ার পুত্র আসমত আলী গত চার মাস ধরে ওই জমিটি জোর করে কিনে নিতে চায়। রুস্তম আলী রাজি না হওয়ায়, গত ২৩ মার্চ আসমত আলী ও তার ছেলেরা হঠাৎ হামলা চালিয়ে তার ঘরবাড়ি ভেঙে দেয় এবং জমিটি দখল করে নেয়। সেই থেকে প্রাণভয়ে রুস্তম আলী নিজ ঘরে ফিরতে পারেননি। দখলদারদের হুমকির মুখে আশ্রয় নিয়েছেন মেয়ের বাড়িতে। এখনো তার দৃষ্টিতে বারবার ভেসে ওঠে নিজের ভাঙা ঘরের দৃশ্য, আর মন কাঁদে ভিটেমাটি ফেরত চাই, শুধু একটু শান্তি চাই। রুস্তম আলী বলেন, ওই দিন শুধু ঘর ভাঙেনি, আমার স্বপ্ন-স্মৃতি সব কিছু পায়ের নিচে দলিত হয়েছে। আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। তখন থেকেই আমি নিজের ঘরে যেতে পারছি না। আমি খুব অসহায় হয়ে গেছি। অভিযোগ দেওয়ার পরেও এখনও পর্যন্ত কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান তিনি। স্থানীয়ভাবে আসমত আলী ও তার পরিবার প্রভাবশালী হওয়ায় সাধারণ মানুষ মুখ খুলতেও ভয় পায়। ভুক্তভোগী পরিবার থানা পুলিশের পাশাপাশি উপজেলা প্রশাসনের সহায়তাও কামনা করেছেন। এ ব্যাপারে অভিযুক্ত আসমত আলীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কথা বলতে রাজি হননি। এদিকে, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, ঘটনাটি আমাদের নজরে এসেছে। আমরা বিষয়টি তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেব।