
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার শুভগাছা ইউনিয়নের নয়টি ওয়ার্ড বিএনপির সদস্য নবায়ন ও ফরম বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুলাই (শনিবার) বেলা১১, টায় উপজেলার ৪ নং শুভগাছা ইউনিয়ন পরিষদে শুভগাছা ইউনিয়নের নয়টি ওয়ার্ড বিএনপির সদস্য নবায়ন ও ফরম বিতরণ সভা অনুষ্ঠিত হয়।
শুভগাছা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম এর সভাপতিত্বে পরিচালনা করেন সাবেক সাধারণ সম্পাদক শওকত হোসেন, অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ভিপি শ্রী অমর কৃষ্ণ প্রধান বক্তা ছিলেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য রুমানা মোর্শেদ কনকচাঁপা, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুস সালাম, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি এ্যাডভোকেট রবিউল হাসান,টি এম তহজিবুল ত্রনাম তুষার, তালুকদার, সাইদুল ইসলাম, শুভগাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন রতন
সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবলু, মিজানুর রহমান( মিলু) সাজ্জাদুর রহমান বাবলু, রাজশাহী মেডিকেল কলেজের সাবেক সভাপতি ডাঃ আতিক কাজিপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুর রশিদ রানা, সাবেক ছাত্রনেতা আল আমিন
এসময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাশেদুল হাসান রিপন, সদস্য সচিব আশিকুর রহমান, কাজিপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুয়েল রানা উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং শুভগাছা ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ
সদস্য নবায়ন ও ফরম বিতরণ অনুষ্ঠানে শুভগাছা ইউনিয়নের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের সদস্য নবায়ন ও ফরম বিতরণ করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে ১৫০ জন করে মোট ১৩৫০ সদস্য ফরম পূরণ করেছেন।