
আবার ও যদি কেউ স্বৈরাচার হওয়ার চেষ্টা করে তাহলে সাথে সাথে দমন করতে হবে বলে মন্তব্য করেছেন মৎস ও প্রানিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
আজ রবিবার দুপুরে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচ এ ভবনে জুলাই পূর্নজাগরন অনুষ্ঠানের আলোচনা সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন উপদেষ্টা।
উপদেষ্টা এ সময় জুলাই আন্দোলনে ছাত্রদের ভূমিকা স্মৃতিচারণ করে বলেন, সে স্বৈরাচার যেই হোক তাকে দমন করতে হবে।
সরকারের কিছু ভুল স্বীকার করলেও তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনাকে আমরা দূর করেছি বা তাড়িয়েছি কিন্তু ফ্যাসিবাদী কাঠামো বা ব্যবস্থা এখনো আছে বলে জানান তিনি। সেগুলো নিয়েই সরকার কাজ করছে এবং এ ব্যাপারে সকলের সহযোগিতারও তাগিদ দেন তিনি।এ সময় উপদেষ্টা ছাড়া ও উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবুল হোসেন, কলা ও মানবিকী অনুষদের ডীন অধ্যাপক নিলুফার সুলতানা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মকর্তা সহ প্রমূখ।
পরে জুলাই আন্দোলনে অবদানের জন্য গণ বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষার্থীকে উত্তোরীয় ও সম্মামনা ক্রেষ্ট প্রদান করা হয়।