
১৪(চৌদ্দ) পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ী বগুড়া জেলার শাজাহানপুর থানা পুলিশের হাতে আটক মামলা দায়ের এবং বিজ্ঞ আদালতে সোপর্দ। বগুড়া জেলার শাজাহানপুর থানার এসআই (নিঃ) মোঃ শরিফুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ২৬/০৭/২০২৫ তারিখ রাত্রি ২১.৩০ ঘটিকায় শাজাহানপুর থানাধীন খরনা বাজার সংলগ্ন কর্মকারপাড়া গ্রামস্থ ডাক্তার আনিছুর রহমান এর কালীপুকুর এর দক্ষিন পাড়ে আকাশমনি গাছ বাগানের ভিতরে হতে আসামী ১। মোঃ আঃ হামিদ (৫৫), পিতা- মৃত আঃ সামাদ, সাং- পারতেখুর, হাজীপাড়া, থানা- শাজাহানপুর, জেলা- বগুড়ার হেফাজত হতে ১৪(চৌদ্দ) পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করে আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।