
জুলাই -আগষ্ট -২০২৪ খ্রিঃ বিপ্লবে নিহত শহিদদের স্মরণে -কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো.সাইদুর রহমান বাচ্চু’র উদ্যোগে ফলজ ও ঔষধী গাছের চারা রোপণ করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালন করা হয়। সিরাজগঞ্জ পৌর ৮ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো.শরীফ সেখ এর আয়োজনে,
রবিবার (২৭ জুলাই ) দুপুর ১২ টার দিকে
সিরাজগঞ্জ শহরের বাহিরগোলা রোড়স্থ -”বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ( পিডিবি) হাইস্কুল” প্রাঙ্গণে -উক্ত
বৃক্ষ রোপণ কর্মসূচি পালন শেষে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু এসময়ে তার বক্তব্য তিনি বলেন, শহিদদের আদর্শকে বুকে ধারণ করে দেশের পরিবেশ রক্ষায় এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে আমাদের কর্মসূচি অব্যাহত রয়েছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য আরও বলেন, তোমরা এখন গাছ লাগানো উপযুক্ত সময় তাই বাড়িতে জায়গা থাকলে কমপক্ষে ৩ করে ভালো গাছ লাগাবে।
এ সময়ে বৃক্ষ রোপণকালে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন রাজেশ, জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, জেলা বিএনপির সদস্য সেলিম সেখ, সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদ নেতা মেজবা রহমান খান বাবু, সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা’র জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা এস.এম. জুয়েল রানা, জেলা জিয়া সাইবার ফোর্স এর সভাপতি আহসানুল কবীর বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-সাধারণ সম্পাদক মো.শাকিল আহমেদ, জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা মো. নজরুল ইসলাম , জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সাবেক সদস্য খায়রুল হাসান, জেলা জাতীয়তাবাদী মহিলা নেত্রী শুকতারা, নয়নতারা, পৌর ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম খোকন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড হাইস্কুল সিরাজগঞ্জের প্রধান শিক্ষিকা
মোছাঃ বিউটি সুলতানা সহ স্কুলের সহকারী শিক্ষক মো. মনছুর রহমান, মো. আনোয়ার হোসেন, মো. আব্দর রাজ্জাক, মো. হাফিজুল ইসলাম, মোছাঃ রোকসানা পারভীন সহ অন্যান্যরা শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।