
তিতাসের ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ সরকারের ভাতিজা একাধিক চুরি, ডাকাতি ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মো. আনোয়ারকে গ্রেপ্তার করেছে তিতাস থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামি আনোয়ার উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের পোড়াকান্দি গ্রামের শামসুল হকের ছেলে। মঙ্গলবার (২৯ জুলাই) বিকাল ৪টায় দাসকান্দি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত পলাতক এ আসামীকে গ্রেপ্তার করেন পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন তিতাস থানার অফিসার ইনচার্জ মো. শহিদ উল্যাহ। নাম প্রকাশে অনিচ্ছুক ভিটিকান্দি ইউনিয়নের এক বাসিন্দা জানান, ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ সরকারের সৎ ভাই শামসুল হকের ছেলে আনোয়ার। সম্পর্কে ফরিদ সরকারের আপন ভাতিজা আনোয়ার। সে এলাকায় বিভিন্ন অপকর্মের সঙ্গে লিপ্ত। আনোয়ার ও তার সহযোগীদের নেতৃত্বে জুয়ার আসর বসে দাসকান্দি চকে। সেখানে মাদকের রমরমা বাণিজ্য চলে এবং রাতে সুযোগ পেলেই চুরি ডাকাতির ঘটনা ঘটায় এই সংঘবদ্ধ দলটি। আমরা এলাকাবাসী অতিষ্ঠ এদের যন্ত্রণায়। এমন অপরাধীকে আইনের আওতায় নেওয়ার জন্য তিতাস থানা পুলিশকে ধন্যবাদ।