
বাংলাদেশ জামাআতে ইসলামী লালমোহন প্রচার ও মিডিয়া হাউজ এর উদ্যোগে মফস্বল সাংবাদিকতা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। আজ ২’রা আগস্ট শনিবার বিকাল ৩ ঘটিকায় প্রচার ও মিডিয়া বিভাগ এর সভাপতি জনাব এম এ হাসান এর সভাপতিত্বে লালমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাআতে ইসলামী ভোলা -০৩ ( লালমোহন ও তজুমুদ্দিন) সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক জনাব মাওলানা আকতার উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক নয়া দিগন্ত পত্রিকার বিভাগীয় প্রধান এবং দৈনিক বাংলাদেশ বানী পত্রিকার সম্পাদক, জনাব আজাদ আলাউদ্দিন। ও দৈনিক দ্বীপ কন্ঠ পত্রিকার সম্পাদক এবং দৈনিক আমার দেশ পত্রিকার জেলা রিপোর্টার জনাব ইউনুস শরীফ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমরা এ প্রশিক্ষণের মাধ্যমে যা শিখলাম তা মাঠে গিয়ে কাজের মাধ্যমে প্রকাশ করতে হবে। সাদা কে সাদা আর কালো কে কালো বলাই হবে আমাদের নৈতিকতা। বিশেষ অতিথি আজাদ আলাউদ্দিন তার বক্তব্যে বলেন সাংবাদিক পেশা কে আমাদের পরকালের মুক্তির হাতিয়ার বানিয়ে নেওয়ার জন্য নিয়তকে বিশুদ্ধ ও সঠিক সংবাদ প্রচার করতে হবে এবং ইসলাম ফোবিয়ার বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে।বিশেষ অতিথি ইউনুস শরীফ সাংবাদিকতা কি? একজন সংবাদ কর্মীর কাজ কি? এব্যাপারে গুরুত্বপূর্ণ বিষদ আলোচনা করেন,তিনি বলেন সাংবাদিকতা শুধু কার্ড সংগ্রহ করে বসে থাকলেই চলবেনা,মফস্বল পর্যায়ে গিয়ে একটা সংবাদ সংগ্রহ করে তা যাছাই বাছাই করে উভয় পক্ষের বক্তব্য শুনে তারপর ঐ সংবাদ পরিবেশন বা অফিসে পাঠাতে হবে।এই সাংবাদিকরাই জাতির বিবেক।বিভিন্ন আন্দোলন সংগ্রামে এই সংবাদমাধ্যমের গুরুত্ব অপরিসীম। তাই আমাদেরকে সততা নিষ্ঠা,ভয় ভীতি সকল কিছুকে উপেক্ষা করে আমাদের কাজ চালিয়ে যেতে হবে। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত বক্তব্য রাখেন বাংলাদেশ জামাআতে ইসলামী মনোনীত ২ নং কালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব কাজী শাহে আলম।তিনি তার বক্তব্যে ডিজিটাল মিডিয়া কি এবং এর ওপর ব্যপক চুল চেরা বিশ্লেষণ করেন। পরিশেষে সভাপতি এম এ হাসান সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে প্রশিক্ষণের সমাপনী ঘোষণা করেন।