
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের ব্যাবসায়িদের সমস্যার কথা শুনেছেন দিল্লিস্থ বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহ।শুক্রবার বিকেলে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় তিনি ব্যাবসায়িসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। একাধিক সূত্র জানায়,রিয়াজ হামিদুল্লাহ বিকেলে ঢাকা থেকে আখাউড়া আসেন।তিনি আখাউড়া স্থলবন্দর, কাস্টমস ও ইমিগ্রেশন এলাকা ঘুরে দেখেন।পরে তিনি আখাউড়া বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়িদের সঙ্গে কথা বলেন। ব্যবসায়িরা এসময় বন্দর দিয়ে চলমান সমস্যার কথা অবহিত করেন। আগরতলাস্থ সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার জি এম রাশেদুল ইসলাম, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ছমিউদ্দিন,স্থল বন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান,স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ নেসার ভূইয়া প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। দিল্লিস্থ হাইকমিশনার পরে এ বন্দর দিয়ে আগরতলায় যান।