
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান না থাকায় প্রশাসক হিসেবে দ্বায়িত্বে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ খোকন উজ্জামান। বদলি জনিত কারণে তার অনুপস্থিততে কোন প্রশাসক ছিলো না দৌলতদিয়া ইউনিয়ন পরিষদে। ফলে অত্র ইউনিয়নের বাসিন্দারা পরে যায় বিপাকে ও বিরম্বনায়। নাগরিকত্ব সনদ, জন্ম সনদ, ট্রেড লাইসেন্স থেকে শুরু করে সকল সেবা স্থবির হয়ে পরে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান জানলে দ্রত দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসকের দ্বায়িত্ব দেয়ার বিষয়ে পদক্ষেপ নেন। আজ ০৩ আগষ্ট প্রশাসক হিসেবে দ্বায়িত্ব নেন গোয়ালন্দ উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন। দ্বায়িত্ব প্রাপ্ত হয়ে আজ অফিস করেন তিনি। দৌলতদিয়া ইউনিয়ন বাসীর মাঝে স্বস্তি ফিরি আসে। দ্বায়িত্ব নেয়ার পর থেকেই তিনি আন্তরিকতার সহিত কাজ করা শুরু করেন। তিনি বলেন, আমার দপ্তরের কাজের পাশাপাশি আমি দোলতদিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দ্বায়িত্ব পেয়েছি। আমি আমার মেধা ও দক্ষতা দিয়ে এই ইউনিয়ন বাসীর জন্য কাজ করবো। তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।