
রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সঙ্গে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে পাহাড় ধসের কারণে। টানা ভারী বর্ষণের ফলে রবিবার (৩ আগস্ট) সকালে বাঘাইছড়ির ৯ মাইল এলাকায় পাহাড় ধসে পড়ায় সড়কটি বন্ধ হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত থেকে টানা বৃষ্টির কারণে বাঘাইছড়ি ও মারিশ্যা এলাকার ৯ মাইল পয়েন্টে পাহাড় ধসে পড়ে। এতে দীঘিনালা, মারিশ্যা ও বাঘাইছড়ির মধ্যকার সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। স্থানীয় বাসিন্দা খায়রুল ইসলাম বলেন, “প্রতিবছর অতিরিক্ত বৃষ্টির কারণে পাহাড় ধসে এই সড়ক বন্ধ হয়ে যায়। এতে স্থানীয়দের চরম দুর্ভোগ পোহাতে হয়। কোনো রোগী অসুস্থ হলেও, মাটি না সরানো পর্যন্ত তাকে হাসপাতালে নেওয়া সম্ভব হয় না।”
খাগড়াছড়ি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, “বর্ষা মৌসুমে অতিবৃষ্টির কারণে পাহাড় ধস একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে আমাদের জনবল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মাটি অপসারণ শেষ হলে যান চলাচল স্বাভাবিক হবে।”