
নড়াইলের শেখহাটি ইউনিয়নের শেখপাড়া গ্রামে মো: জাহাঙ্গীর কবির পানির পাম্পের মটর ঠিক করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হযে মারা গেছেন। তিনি ওই গ্রামের মোঃ শের আলীর ছেলে এবং তার মায়ের নাম মোসা: মিনা। স্থানীয়দের ভাষ্যমতে মো: জাহাঙ্গীর কবির অত্যন্ত সদালাপী এবং অনেক ভালো মানুষ ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসছে।