০৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কালিয়ায় দিনের আলোয় সংঘবদ্ধ হামলা: স্বামী-স্ত্রীকে পিটিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

  • মোঃ ইসমাইল
  • পোস্ট হয়েছেঃ ১২:৩৬:২৭ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • 14
নড়াইলের কালিয়া উপজেলায় দিনের আলোয় সংঘবদ্ধ সশস্ত্র হামলায় এক যুবক ও তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন। পূর্ব শত্রুতার জেরে সংঘটিত এ ঘটনায় হামলাকারীরা নগদ এক লাখ ৮৭ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার লুট করেছে বলে অভিযোগ উঠেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১ আগস্ট ২০২৫) বিকেল ৫টার দিকে কালিয়া উপজেলার ৮নং কলাবাড়িয়া ইউনিয়নের কালিনগর গ্রামের মন্দিরের সামনে সরকারি পাকা সড়কে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন কালিয়া উপজেলার সীতারামপুর গ্রামের মো. ইলিয়াচ শেখের ছেলে মো. গোলাম রসুল (৩৫) এবং তার স্ত্রী।
গোলাম রসুল জানান, সেদিন তিনি শ্বশুরবাড়ি কলাবাড়িয়া তালুকদারপাড়া থেকে স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। কালিনগর মোড় মন্দিরের সামনে পৌঁছালে সংঘবদ্ধ একদল যুবক দেশীয় অস্ত্র হাতে তার গতিরোধ করে। তিনি প্রথমে হামলাকারীদের অনুরোধ করেন স্ত্রী-সন্তানকে নিরাপদে পাঠিয়ে দিতে, কিন্তু তারা তা উপেক্ষা করে হকিস্টিক, জিআই পাইপ, লোহার হাতুড়ি ও বাসের লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে। স্ত্রী বাধা দিলে তাকেও কিল-ঘুষি ও লাঠিপেটা করা হয়।
তিনি আরও বলেন, হামলাকারীরা তার মোটরসাইকেলের চাবি, নগদ ৬৫ হাজার টাকা এবং ১ লাখ ২২ হাজার টাকার স্বর্ণের চেন ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা আহত স্বামী-স্ত্রীকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় ৩ আগস্ট ভুক্তভোগী গোলাম রসুল নড়াগাতি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। নড়াগাতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমান অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”স্থানীয়রা এ ঘটনাকে ন্যাক্কারজনক উল্লেখ করে দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

খুলনায় অসুস্থ গরু জবাই দেওয়ার অপরাধে তিনজনের 2 মাসের জেল

কালিয়ায় দিনের আলোয় সংঘবদ্ধ হামলা: স্বামী-স্ত্রীকে পিটিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

পোস্ট হয়েছেঃ ১২:৩৬:২৭ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
নড়াইলের কালিয়া উপজেলায় দিনের আলোয় সংঘবদ্ধ সশস্ত্র হামলায় এক যুবক ও তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন। পূর্ব শত্রুতার জেরে সংঘটিত এ ঘটনায় হামলাকারীরা নগদ এক লাখ ৮৭ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার লুট করেছে বলে অভিযোগ উঠেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১ আগস্ট ২০২৫) বিকেল ৫টার দিকে কালিয়া উপজেলার ৮নং কলাবাড়িয়া ইউনিয়নের কালিনগর গ্রামের মন্দিরের সামনে সরকারি পাকা সড়কে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন কালিয়া উপজেলার সীতারামপুর গ্রামের মো. ইলিয়াচ শেখের ছেলে মো. গোলাম রসুল (৩৫) এবং তার স্ত্রী।
গোলাম রসুল জানান, সেদিন তিনি শ্বশুরবাড়ি কলাবাড়িয়া তালুকদারপাড়া থেকে স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। কালিনগর মোড় মন্দিরের সামনে পৌঁছালে সংঘবদ্ধ একদল যুবক দেশীয় অস্ত্র হাতে তার গতিরোধ করে। তিনি প্রথমে হামলাকারীদের অনুরোধ করেন স্ত্রী-সন্তানকে নিরাপদে পাঠিয়ে দিতে, কিন্তু তারা তা উপেক্ষা করে হকিস্টিক, জিআই পাইপ, লোহার হাতুড়ি ও বাসের লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে। স্ত্রী বাধা দিলে তাকেও কিল-ঘুষি ও লাঠিপেটা করা হয়।
তিনি আরও বলেন, হামলাকারীরা তার মোটরসাইকেলের চাবি, নগদ ৬৫ হাজার টাকা এবং ১ লাখ ২২ হাজার টাকার স্বর্ণের চেন ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা আহত স্বামী-স্ত্রীকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় ৩ আগস্ট ভুক্তভোগী গোলাম রসুল নড়াগাতি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। নড়াগাতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমান অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”স্থানীয়রা এ ঘটনাকে ন্যাক্কারজনক উল্লেখ করে দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।