
কুড়িগ্রামের চিলমারীতে বিশেষ অভিযান পরিচালনা করে থানা পুলিশের একটি বিশেষ টিম জুয়া খেলার আসর থেকে জামায়াত নেতাসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৩ আগস্ট রবিবার কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া সূত্রে জানা যায়,
২ আগস্ট শনিবার রাতে চিলমারী থানা পুলিশের একটি বিশেষ টিম অবিযান পরিচালনা করে জামায়াত নেতাসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো, নয়ারহাট ইউনিয়নের জামায়াতের সভাপতি ও ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সানোয়ার হোসেন (২৮), মো. আবু বকর (৫২), কোরবান আলী (৪৬), আ. মালেক (৪০), কাবেল (৪০), শওকত (৪০), আলমগীর (৪০), মহিলার (৪৫), মোনছের আলী (৩৫), জাবেদ আলী (৪০), তারা মিয়া (৩৭), আবু বকর (৪০), মাইনুল (২৭), ও সুমন (২৬)।
পুলিশ জানায়, রাতে নয়ারহাট ইউনিয়নের দক্ষিণ খাউরিয়া এলাকার আবু বক্করের বাড়ির একটি ঘরে জুয়া খেলা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে উল্লেখিত ১৪ জনকে গ্রেফতার করে। এ সময় জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ ৩৯ হাজার ৯২০ টাকা উদ্ধার করা হয়।
ওসি মতিয়ার রহমান জানান, গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া পুলিশ সুপারের নির্দেশনায় মাদক, জুয়াসহ বিভিন্ন অপরাধবিরোধী অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে।
চিলমারী উপজেলা জামায়াতের সেক্রেটারি ফজলুল হক মিঠুন তার দলের নেতা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, যেই হোক দলের কেউ অন্যায় কাজে জড়িত হলে দলের পক্ষে তার বিরুদ্ধে দল ব্যবস্থা গ্রহন করবে।