
ইয়েমেনের উপকূলে আরব সাগরে একটি অতিভারাক্রান্ত নৌকা ডুবে অন্তত ৫৪ জন আফ্রিকান শরণার্থী ও অভিবাসীর মৃত্যু হয়েছে। আরও বহুজন নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
আফ্রিকার হর্ন অঞ্চল থেকে ইয়েমেনগামী একটি নৌকা শক্তিশালী বাতাসের কবলে পড়ে ডুবে যায়। নৌকাটিতে প্রায় ১৫০ জন যাত্রী ছিল, যাদের অধিকাংশই ইথিওপিয়ার নাগরিক। এ পর্যন্ত ১২ জনকে জীবিত উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদের খোঁজে উদ্ধার অভিযান চলছে।
একজন উদ্ধারকর্মী বলেন, “সমুদ্রপথটি অত্যন্ত বিপজ্জনক, কিন্তু দারিদ্র্য ও সহিংসতা থেকে পালাতে মানুষ এই ঝুঁকি নিচ্ছে।”