
নড়াইল সদর উপজেলার ভান্ডালি পাড়া গ্রামের সাবেক মেম্বার রাস্তার ছাব-কন্টাকটার মোঃ সাইদুজ্জামান ( ৫৫)কে মারধর করে হাত ভেঙ্গে দিয়েছে কতিপয় ব্যক্তি। ঘটনাটি ঘটেছে গত ৫ই মার্চ , আধুনিক বেলা ২টায়।আহত ব্যক্তি নড়াইল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি বলেন, ভান্ডালী পাড়া গ্রামের ভিতর একটি রাস্তা সাব কন্টাক নিয়ে কাজ করছে। রাস্তায় বালি ফেলার এক পর্যায়ে পার্শ্ববর্তী বিলডুমর তলার সোহেল, জাফর মিনা, সাজ্জাদ ,কাসেম ,জামাল ,সাইফুল কাজ করতে বাধা দেয় এবং টাকা না দিলে কাজ করতে দেবে না বলে জানায়। এর প্রতিবাদ করতে গেলে ওই সাব কন্টাকটারকে মারধর করলে তার ডান হাতের ঘাড়ের পাজড় ভেঙ্গে যায়। রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল। আহত ব্যক্তি ও তার পরিবার অভিযুক্তদের কঠিন শাস্তির কামনা করেন।