
ফরিদপুরের মধুখালী উপজেলায় পাট কাটা ও জাগ দেওয়া ও আঁশ ছাড়ানো নিয়ে কৃষকেরা এখন ব্যস্ত সময় পার করছেন। উপজেলায় এবার লক্ষ্যমাত্রা অনুযায়ী জমিতে পাট চাষ হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, বৃষ্টিপাতে নদীনালা-খালবিল-ডোবায় পানি জমলেও উপজেলার বিভিন্ন স্থানে পর্যাপ্ত পানির অভাব রয়েছে। যেখানে পাট পঁচানোর উপযোগী পানি রয়েছে সেখানে জাগ দেওয়া ও আঁশ ছাড়ানো নিয়ে ব্যস্ত সময় পার করছেন পাটচাষিরা। রায়পুর ইউনিয়নের দামদোরদী গ্রামের কৃষক মোঃ শিমুল বলেন, আমার জমিতে এবার পাটের ফলন ভালো হয়েছে। এখন কেটে জাগ দিয়ে শুখাতে হবে। বাজার ভালো হলে লাভবান হতে পারব।মধুখালী উপজেলা কৃষি অফিসের তথ্যানুসারে চলতি বছর ৮ হাজার ৫ শত ৭০ হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্যমাত্রা ছিল। আবাদ হয়েছে ৮ হাজার ৫ শত ৫০ হেক্টর। উপজেলার ২৫ শতাংশ পাট কাটা হয়ে গিয়েছে। এখন কৃষকরা পাট কাটা, জাগ দেওয়ায় ও আশঁ ছাড়াতে ব্যস্ত আছেন। আশা করা যাচ্ছে এ বছর পাটের ফলন হবে আশাব্যঞ্জক।