০৮:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

দুর্যোগ উপেক্ষা করে কর্মীদের ঢল, নতুন নেতৃত্ব ঘোষণা

গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কোটালিপাড়া উপজেলা ও পৌর শাখার দ্বিবার্ষিক সম্মেলন–২০২৫।
আজ শনিবার সকালে কোটালিপাড়া সরকারি কলেজ মাঠে আয়োজিত এই সম্মেলনে জেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো নেতাকর্মী মিছিল সহকারে যোগ দেন। এতে পুরো উপজেলায় প্রাণচাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
সম্মেলনে সভাপতিত্ব করেন কোটালিপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম মহিউদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী। তিনি বলেন, “বিএনপি রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনের জন্য ইতোমধ্যে ৩১ দফা প্রস্তাব দিয়েছে, যা দেশের মানুষের মুক্তির সনদ হিসেবে কাজ করবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফরিদপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। তিনি বলেন, “বর্তমানে দেশে সুষ্ঠু নির্বাচনের অনুপস্থিতি জাতীয় সমস্যার মূল কারণ। জনগণের ভোটাধিকার নিশ্চিত না হলে কোনোভাবেই চলমান সংকট নিরসন সম্ভব নয়।”
তিনি আরও উল্লেখ করেন, “বিএনপিই দেশে প্রথম রাজনৈতিক সংস্কারের কথা বলেছিল। ২০০৭ সালে তারেক রহমান যে ২৭ দফা সংস্কার প্রস্তাব দেন, সেটিই আজ ৩১ দফায় রূপ পেয়েছে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান ও সেলিমুজ্জামান সেলিম।
সম্মেলনের উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান।
 আলোচনায় অংশ নেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ধর্মবিষয়ক সম্পাদক অপূর্ব হালদার অপু।
দ্বিবার্ষিক সম্মেলনের সমাপ্তি পর্বে একটি ঘরোয়া বৈঠকের মাধ্যমে কোটালিপাড়া উপজেলা ও পৌর বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন এস এম মহিউদ্দিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন আবুল বশার হাওলাদার।
পৌর বিএনপির নতুন সভাপতি হয়েছেন ইউসুফ আলী দাড়িয়া এবং সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে সপ্তাহব্যাপী (২৪-৩০ জুলাই) বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে।

দুর্যোগ উপেক্ষা করে কর্মীদের ঢল, নতুন নেতৃত্ব ঘোষণা

পোস্ট হয়েছেঃ ০৬:৫৬:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কোটালিপাড়া উপজেলা ও পৌর শাখার দ্বিবার্ষিক সম্মেলন–২০২৫।
আজ শনিবার সকালে কোটালিপাড়া সরকারি কলেজ মাঠে আয়োজিত এই সম্মেলনে জেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো নেতাকর্মী মিছিল সহকারে যোগ দেন। এতে পুরো উপজেলায় প্রাণচাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
সম্মেলনে সভাপতিত্ব করেন কোটালিপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম মহিউদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী। তিনি বলেন, “বিএনপি রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনের জন্য ইতোমধ্যে ৩১ দফা প্রস্তাব দিয়েছে, যা দেশের মানুষের মুক্তির সনদ হিসেবে কাজ করবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফরিদপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। তিনি বলেন, “বর্তমানে দেশে সুষ্ঠু নির্বাচনের অনুপস্থিতি জাতীয় সমস্যার মূল কারণ। জনগণের ভোটাধিকার নিশ্চিত না হলে কোনোভাবেই চলমান সংকট নিরসন সম্ভব নয়।”
তিনি আরও উল্লেখ করেন, “বিএনপিই দেশে প্রথম রাজনৈতিক সংস্কারের কথা বলেছিল। ২০০৭ সালে তারেক রহমান যে ২৭ দফা সংস্কার প্রস্তাব দেন, সেটিই আজ ৩১ দফায় রূপ পেয়েছে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান ও সেলিমুজ্জামান সেলিম।
সম্মেলনের উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান।
 আলোচনায় অংশ নেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ধর্মবিষয়ক সম্পাদক অপূর্ব হালদার অপু।
দ্বিবার্ষিক সম্মেলনের সমাপ্তি পর্বে একটি ঘরোয়া বৈঠকের মাধ্যমে কোটালিপাড়া উপজেলা ও পৌর বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন এস এম মহিউদ্দিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন আবুল বশার হাওলাদার।
পৌর বিএনপির নতুন সভাপতি হয়েছেন ইউসুফ আলী দাড়িয়া এবং সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার।