
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান কিন্ডারগার্টেন এন্ড কলেজের সোসাইটির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৪) জুলাই দুপুরে রাণীশংকৈল উপজেলা পরিষদের সামনে ঘন্টা ব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপজেলার প্রায় অর্ধশত বেসরকারি কিন্ডারগার্টেন এন্ড কলেজের স্কুলের শিক্ষক এবং অভিভাবক সহ শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।এসময় বক্তব্য রাখেন, কিন্ডারগার্টেন সোসাইটির উপজেলা সভাপতি সহিদুল ইসলাম,সাধারণ সম্পাদক মতিউর রহমান, শিক্ষক জয়নুল ইসলাম,আবু সাঈদ, সোহেল রানা ও অভিভাবকসহ আরো অনেকে।
এসময় বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলের বিপুলসংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষায় সুযোগ থেকে বঞ্চিত করে। শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে। পত্রটি বৈশম্য মুলক দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন শিক্ষকএবং ছাত্রছাত্রীরা।মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান কে স্বারক লিপি প্রদান করেন কিন্ডারগার্টেন সোসাইটি।