
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
নড়াইল জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহসান মাহমুদ রাসেল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক মো: জসিম উদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তা এইচ এম বদরুজ্জামান, সদর উপজেলা কৃষি অফিসার মো: রোকনুজ্জামান, নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা জামাতের আমীর আতাউর রহমান বাচ্চু, সাংবাদিক সহ নানা শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
সপ্তাহব্যাপী এই বৃক্ষ মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও নার্সারির ১০টি স্টলে ফলজ, বনজ, ওষধি, বিভিন্ন ফুলের চারাসহ নানা প্রজাতির চারা প্রদর্শিত ও বিক্রি হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ২টি করে ফলের চারা বিতরণ করা হয়। মেলার আগত দর্শনার্থীদেরা বলেন এমন আয়োজন বেশী করে করা উচিত। এতে সামাজিক বনায়নে সবাই উৎসাহ পাবে।