
২০২৪-২৫ অর্থবছরের খরিফ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে ১১০ জন কৃষক পরিবারের শিক্ষার্থীদের মধ্যে একটি করে নিম, একটি করে জাম এবং দুটি করে কাঁঠালের চারা বিতরণ করা হয়।
চারা বিতরণ করেন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা আকমল হোসেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাহেবুর আলম, ইনামুল গনি তালুকদার, নেকবর মিয়া এবং সাইকুল ইসলাম প্রমুখ।
এ বিষয়ে মধ্যনগর উপজেলার দায়িত্বপ্রাপ্ত কৃষি কর্মকর্তা আসাদ বিন খলিল রাহাত জানান, চলতি অর্থবছরের কৃষি প্রণোদনার আওতায় মধ্যনগর উপজেলার চারটি ইউনিয়নের প্রতিটিতে ১১০ জন করে মোট ৪৪০ জন কৃষক পরিবারকে ফলজ চারা বিতরণ করা হয়েছে। পাশাপাশি ২৪ জন কৃষককে হাইব্রিড মরিচের বীজ এবং ২০ জন কৃষককে বিভিন্ন ধরনের সবজির বীজ প্রদান করা হয়েছে।তিনি আরও বলেন, কৃষকদের উৎসাহিত করতে ও টেকসই কৃষি নিশ্চিত করতে এই ধরণের প্রণোদনা কার্যক্রম অব্যাহত থাকবে।