
বাগেরহাটের মোল্লাহাট উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রতিকূল আবহাওয়ার মধ্যে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বুধবার (১৬ জুলাই) বেলা ১১ টায় খলিলুর রহমান ডিগ্রী কলেজে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনের প্রথম পর্ব আলোচনা সভা আলহাজ্ব শিকদার জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট ১ (মোল্লাহাট চিতলমারি ফকিরহাট) সংসদীয় আসনের সাবেক এমপি শেখ মুজিবুর রহমান। প্রধান বক্তা ছিলেন।
প্রধান বক্তা ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু, উদ্বোধক ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম গোরা, শমসের আলী মোহন এবং খাদেম নিয়ামুল নাসির আলাপ।
আরো উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ রানা, মনিরুল হক ফরাজী, খান মনিরুল ইসলাম, রুনা গাজী, অ্যাডভোকেট ফারহানা জাহান নিপা, ফকির তারিকুল ইসলাম, সরদার লিয়াকত আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুল ইসলাম শান্ত, জেলা কৃষক দলের আহ্বায়ক আসাফুদদৌলা জুয়েলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে নিয়েছিলেন মোল্লাহাট উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম মিয়া।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বেলা তিনটায় কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে উপজেলার সভাপতি সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। শেখ হাফিজুর রহমান আনারস প্রতীক নিয়ে ২৬৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চৌধুরী সেলিম আহমেদ চেয়ার প্রতীক নিয়ে পেয়েছেন ২২৬ ভোট। শিকদার হারুন আল রশিদ টিউবওয়েল প্রতীক নিয়ে ৩০০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ জাহিদুল ইসলাম মিয়া ছাতা প্রতীক নিয়ে পেয়েছেন ১৮৮ ভোট। রাতে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন নির্বাচন মনিটরিং টিম প্রধান বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শমসের আলী মোহন।