
আলোচিত জুলাই মাসের গণহত্যার অর্থদাতা গান দাতা হিসেবে অভিযুক্ত বনবিভাগের আউটসোর্সিং ঠিকাদার তুহিনের এর কাজী লিমিটেড এর লাইসেন্স বাতিলের দাবিতে বাগেরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ১০টায় বাগেরহাট-খুলনা মহাসড়কের বনবিভাগের সামনে এ কর্মসূচি পালন করে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বাগেরহাট ২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হাসিনার ভাতিজা শেখ তন্ময়ের ঘনিষ্ঠ ঠিকাদার গাজী লিঃ এর স্বত্বাধিকারী গোপালগঞ্জের তুহিন সরকারি প্রভাব কাজে লাগিয়ে দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জন করে তা ব্যবহার করছে সন্ত্রাসী কর্মকাণ্ডে। তাদের দাবি, শেখ তন্ময়ের ছত্রছায়ায় থেকে তুহিন বহুদিন ধরে বনবিভাগে কর্মকর্তাদের সাথে জোকসা যোষে অনৈতিক প্রভাব বিস্তার করছে এবং তার অর্থায়নেই জুলাইয়ের ঘটনায় রক্ত ঝরেছে।
বক্তারা বলেন, আমরা কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয়, ন্যায়বিচার চাই। যারা গণহত্যার অর্থ জুগিয়েছে, তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং তাদের ঠিকাদারি লাইসেন্স বাতিল করতে হবে।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে এবং তুহিনের শাস্তি দাবিতে স্লোগান দেন। তারা বনবিভাগ থেকে আউটসোর্সিং ঠিকাদারি বাতিলেরও দাবি জানান।
মানববন্ধনে বক্তৃতা করেন, ব্যবসায়ী মাসুম ফকির, এস কে বদরুল আলম, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মাসুদুর রহমান মাসুদ, রাহান জোয়াদ্দার প্রমুখ।