০১:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যনগরে ৩১ দফা বাস্তবায়নে বিএনপির জনসভা অনুষ্ঠিত

  • Sanwar hossan khuka
  • পোস্ট হয়েছেঃ ০১:৩৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • 126
সুনামগঞ্জের মধ্যনগরে বিএনপির কেন্দ্র ঘোষিত ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা বাস্তবায়নের দাবিতে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর ২টায় মধ্যনগর বাজারের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ জনসভার আয়োজন করে উপজেলা বিএনপি।
সভায় সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবেহায়াত এবং সঞ্চালনায় ছিলেন ১নং যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সিলেট বিভাগের বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আনিসুল হক। তিনি তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখার গুরুত্ব তুলে ধরে বলেন, গণতান্ত্রিক সংবিধান সংস্কার, রাষ্ট্র ব্যবস্থার ভারসাম্য ফিরিয়ে আনা ও অর্থনৈতিক মুক্তিই বর্তমান সময়ের মূল দাবি।
সভায় ৩১ দফার লিফলেট জনসাধারণের মাঝে বিতরণ করা হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, মোশাহিদ তালুকদার, যুবদলের আহ্বায়ক গোলাম সয়ফুল, সদস্য সচিব সাইদুর রহমান জিয়া, তাহিরপুর উপজেলা বিএনপির এমদাদুল হুদা, রাখাব উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহিন মিয়া, যুবদল নেতা এনামুল হক এনাম ও আবুল ইসলাম, ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম রহমত আলী এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদ মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, সাংবিধানিক সংস্কার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবি জানান।
জনসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

বাগেরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল

মধ্যনগরে ৩১ দফা বাস্তবায়নে বিএনপির জনসভা অনুষ্ঠিত

পোস্ট হয়েছেঃ ০১:৩৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
সুনামগঞ্জের মধ্যনগরে বিএনপির কেন্দ্র ঘোষিত ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা বাস্তবায়নের দাবিতে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর ২টায় মধ্যনগর বাজারের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ জনসভার আয়োজন করে উপজেলা বিএনপি।
সভায় সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবেহায়াত এবং সঞ্চালনায় ছিলেন ১নং যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সিলেট বিভাগের বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আনিসুল হক। তিনি তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখার গুরুত্ব তুলে ধরে বলেন, গণতান্ত্রিক সংবিধান সংস্কার, রাষ্ট্র ব্যবস্থার ভারসাম্য ফিরিয়ে আনা ও অর্থনৈতিক মুক্তিই বর্তমান সময়ের মূল দাবি।
সভায় ৩১ দফার লিফলেট জনসাধারণের মাঝে বিতরণ করা হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, মোশাহিদ তালুকদার, যুবদলের আহ্বায়ক গোলাম সয়ফুল, সদস্য সচিব সাইদুর রহমান জিয়া, তাহিরপুর উপজেলা বিএনপির এমদাদুল হুদা, রাখাব উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহিন মিয়া, যুবদল নেতা এনামুল হক এনাম ও আবুল ইসলাম, ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম রহমত আলী এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদ মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, সাংবিধানিক সংস্কার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবি জানান।
জনসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।