০১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে নিখোঁজের তিন দিন পর তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার স্থানীয়দের দাবি—নয়নকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে

চট্টগ্রামের সীতাকুণ্ডে নিখোঁজের তিন দিন পর নয়ন দেবনাথ (২২) নামে এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ মুরাদপুরের মুক্তা পুকুরপাড় এলাকায় একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশটি পাওয়া যায়।
নয়ন দক্ষিণ মুরাদপুর গ্রামের বাবুল দেবনাথের ছেলে। তিনি স্থানীয় একটি দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, নয়ন কয়েক দিন ধরে পরিচিতজনদের বলছিলেন, কেউ একজন টাকার জন্য তাকে চাপ দিচ্ছেন। তবে তিনি সেই ব্যক্তির নাম প্রকাশ করেননি।নয়ন নিখোঁজ হওয়ার পর তাঁর পরিবার সোমবার থেকে খোঁজাখুঁজি শুরু করে এবং গত বুধবার সীতাকুণ্ড থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। পরদিন বাড়ির কাছে হাবিব সড়কসংলগ্ন মুক্তা পুকুরপাড়ে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ দেখতে পান এলাকাবাসী।নয়নের মৃত্যুকে ঘিরে রহস্য ও শঙ্কা তৈরি হয়েছে। অনেক স্থানীয় বাসিন্দা বলছেন, এটি নিছক আত্মহত্যা নয়, বরং তাঁকে নির্যাতন করে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, “ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এটি হত্যা, নাকি আত্মহত্যা—তা তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে।”
এ ঘটনায় এলাকাজুড়ে শোক ও ক্ষোভ বিরাজ করছে। নিহতের পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

বাগেরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল

সীতাকুণ্ডে নিখোঁজের তিন দিন পর তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার স্থানীয়দের দাবি—নয়নকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে

পোস্ট হয়েছেঃ ০১:৩১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
চট্টগ্রামের সীতাকুণ্ডে নিখোঁজের তিন দিন পর নয়ন দেবনাথ (২২) নামে এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ মুরাদপুরের মুক্তা পুকুরপাড় এলাকায় একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশটি পাওয়া যায়।
নয়ন দক্ষিণ মুরাদপুর গ্রামের বাবুল দেবনাথের ছেলে। তিনি স্থানীয় একটি দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, নয়ন কয়েক দিন ধরে পরিচিতজনদের বলছিলেন, কেউ একজন টাকার জন্য তাকে চাপ দিচ্ছেন। তবে তিনি সেই ব্যক্তির নাম প্রকাশ করেননি।নয়ন নিখোঁজ হওয়ার পর তাঁর পরিবার সোমবার থেকে খোঁজাখুঁজি শুরু করে এবং গত বুধবার সীতাকুণ্ড থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। পরদিন বাড়ির কাছে হাবিব সড়কসংলগ্ন মুক্তা পুকুরপাড়ে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ দেখতে পান এলাকাবাসী।নয়নের মৃত্যুকে ঘিরে রহস্য ও শঙ্কা তৈরি হয়েছে। অনেক স্থানীয় বাসিন্দা বলছেন, এটি নিছক আত্মহত্যা নয়, বরং তাঁকে নির্যাতন করে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, “ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এটি হত্যা, নাকি আত্মহত্যা—তা তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে।”
এ ঘটনায় এলাকাজুড়ে শোক ও ক্ষোভ বিরাজ করছে। নিহতের পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।