
নওগাঁর মান্দা উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী’র মান্দা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহীর কর্মকর্তার কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় নবাগত ইউএনও আখতার জাহান সাথী মান্দার বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকাণ্ডে সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন, এই উপজেলার উন্নয়নে সকলকে একযোগে সম্মিলিত ভাবে কাজ করতে হবে। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। গণমাধ্যম সমাজের দর্পণ, তাই আপনারা গঠনমূলক সাংবাদিকতার মাধ্যমে প্রশাসনের সঙ্গে থেকে এলাকার উন্নয়নে ভূমিকা রাখবেন এই প্রত্যাশা করি। সাক্ষাৎকালে মান্দা উপজেলা প্রেসক্লাবের সভাপতি বুলবুল আহমেদ, সহ-সভাপতি আপেল মাহমুদ, সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম তুহিন, সাংগঠনিক সম্পাদক রায়হান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, কোষাধ্যক্ষ আক্তারুজ্জামান নাঈম, সহযোগী সদস্য সাফিউল ইসলাম রকি ও আরিফুল ইসলাম আরিফ এসময় উপস্থিত ছিলেন। প্রেসক্লাব সাংবাদিকরা নবাগত ইউএনও কে স্বাগত জানান।