
বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিক দলের সমন্বয়ক এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, গত বছরের আজকের এইদিনে(১৬ জুলাই) উত্তরবঙ্গের গর্বিত সন্তান শহীদ আবু সাঈদের জীবন দানের মধ্য দিয়ে ফ্যাসিবাদীদের মসনদে প্রথম পেরেক ঢুকেছিলো। পুরো দেশের মানুষ ফুলে ফেঁপে উঠেছিলো। সুষ্ঠু নির্বাচন ও গনতন্ত্র পুনরুদ্ধার ছিলো জুলাই শহীদের আত্মত্যাগের মুল লক্ষ্য। তাদের আত্মদানের কারনেই দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। গনতন্ত্র রক্ষার স্বার্থে আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
বুধবার (১৬ জুলাই) বিকেলে পাবনার ফরিদপুরের মুক্তমঞ্চে পাবনা-৩ আসনের নির্বাচনী এলাকার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও পাবনা-৩ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত কৃষিবিদ হাসান জাফির তুহিনের মতবিনিময় সভায় প্রধান অতিথির ভাষনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনার পলায়নের মাধ্যমে ভারতীয় আধিপত্যবাদ দূর হয়েছে। এই দেশের মানুষ আর ভারতের তাঁবেদারি করতে চায় না । দেশ এখন মুক্ত স্বাদ গ্রহণ করছে।
তিনি আরও বলেন, দেশ গঠনের জন্য শহীদ জিয়া জীবন উৎসর্গ করে গেছেন,তার সহধর্মিণী খালেদা জিয়া আপোষহীন নেত্রী,তাদের সুযোগ্য সন্তান তারেক রহমান প্রবাসে রয়েছেন, তিনি দু:খী মানুষের মুখে হাসি ফুটাবেন বলে দেশের আপামর জনগণ অপেক্ষা করছেন। আগামী দিনে বিএনপির নেতৃত্বে সোনালী অধ্যায় রচিত হবে।
কালো মেঘ নিরসন করে আমাদের ঐতিহাসিক দায়িত্ব পালন করতে হবে। ধানের শীষকে বিজয়ী করতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। যারা নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছিলেন, তাদেরকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ত মেনে চলতে হবে। তার মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করতে হবে। ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে সর্বাত্মক চেষ্টা চালাতে হবে।
হাসান জাফির তুহিন বলেন, আপনারা অল্প দিনে আমার প্রতি যে ভালোবাসা, সমর্থন দেখিয়েছেন, সত্যিই আমি মুগ্ধ হয়েছি। আমি চিরদিন আপনাদের স্বরণ রাখবো। আমি ইতোমধ্যে চাটমোহরে বাড়ি নিয়েছি। আপনাদের সঙ্গে যাতে আমি বেশি সময় দিতে পারি সেই জন্য আরও দুটি বাড়ি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আপনারা সবাই আমার আপন ভাই হবেন। আমিও আপনাদের আপন ভাই হবো। এ আসনে আমার কোন আপন ভাইবোন নাই, আপনারাই আপন ভাইবোন। যতদিন বেঁচে থাকবো ততদিন আপনাদের পাশে থাকবো। অনেকে বিএনপি করার জন্য চাকুরী পায়নি, ব্যবসা করতে পারেনি। অনেক নির্যাতনের শিকার হয়েছেন। যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে বঞ্চিতদের পাশে দাঁড়াবো। চাকুরীর ব্যবস্থা করব।
ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম বকুলের সভাপতিত্বে ও পৌর বিএনপির সদস্য সচিব এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান বক্তা ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম আলিম, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মামুনুর রশিদ খান, পাবনা জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট মাসুদ খন্দকার, পাবনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনিছুল হক বাবু, আবু ওবায়দা শেখ তুহিন, নূর মোহাম্মদ মাসুম বগা,জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুন্নবী স্বপন, ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব আব্দুল দাঈয়ান মঞ্জু, কৃষকদলের পাবনা জেলা সভাপতি আবুল হাশেম, পাবনা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল গফুর,পাবনা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব ডা: আহমেদ মোস্তফা নোমান, যুবদলের আহবায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা সহ পাবনার চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।