
চকরিয়া পৌরসভার স্বপ্নপুরীস্হ মা স্বাস্থ্য সেবা কেন্দ্র পরিদর্শন করেছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আতিকুর রহমান। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ১১টায় তিনি পরিদর্শনে আসেন। পরিদর্শন কালে ক্লিনিকের নিরাপদ মাতৃত্ব, ডেলিভারী ও প্রজনন স্বাস্হ্য সেবা, শিশু পরিচর্যাসহ নানা বিষয়ে খোঁজ খবর নেন। পরিশেষে ক্লিনিকের ডাক্তার, পেরামেডিক্স, আয়াদের সাথে মতবিনিময় করেন এবং ক্লিনিকের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। সর্বোপরি ক্লিনিকের আরও উন্নয়নে দিক নির্দেশনা মূলক পরামর্শ দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপস দত্ত, ক্লিনিকের ম্যানজার বিজন কুমার বিশ্বাস, চকরিয়া সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার জোহলী চাকমা।