
গাইবান্ধা সদরের বিভিন্ন এলাকায় গ্রেফতারী পরোয়ানা ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করিয়া সাতজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে থানা পুলিশ। ঘটনার বিবরনে উল্লেখ থাকে যে, দায়রা নং-৩৭১/১৬ এর সাজাপ্রাপ্ত আসামী ১। মোঃ সাইদুর রহমান মন্ডল(বাবলু), পিতা-মৃত- মোস্তাফিজুর রহমান, সাং-মীরপুর, থানা ও জেলা-গাইবান্ধা, প্রসিঃ নং-২৯২/২৩ এর আসামী ২।শ্রী শুকুমার (৩৫), পিতা-মনোরঞ্জন , সাং-অনন্তবালা, সাং-পশ্চিম পিয়ারাপুর , থানা ও জেলা-গাইবান্ধা, জি আর নং-১১৮/২২ এর আসামী ৩।মোঃ শরিফুল ইসলাম(শরিফ), পিতা-আবুল কালাম আজাদ, সাং-মধ্য রাধাকৃষ্পুর, থানা ও জেলা-গাইবান্ধা, গাইবান্ধা সদর থানার মামলা নং-১৫(৮)২৪ এর আসামী ৪। রকিবুল হাসান লেলিন(৩৮), পিতা-মোঃ খয়বর হোসেন, সাং-ডেভিট কোম্পানীপাড়া, থানা ও জেলা-গাইবান্ধা , গাইবান্ধা সদর থানার মামলা নং-১০(৮)২৪ এর আসামী ৫। মোঃ রনি সরকার(৪০), পিতা-মোঃ আবেদ আলী, সাং-পিকে বিশ্বাস রোড, ৬ । মোঃ তানজির হাসান চৌধুরী ওরফে সৌরভ(৪২), পিতা-হাসান চৌধুরী, সাং-ডেভিট কোম্পানীপাড়া, সর্বথানা-গাইবান্ধা সদর, জেলা-গাইবান্ধা এবং সিআর ১১৪৩/২৪ গাইবান্ধা এর ওয়ারেন্টভুক্ত আসামী ৭। মোঃ জাহিদুল ইসলাম, পিতা-মৃত কলিম উদ্দিনমুন্সি, সাং- গোবিন্দপুর, থানা ও জেলা- গাইবান্ধাদেরকে প্রয়োজনীয় পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।