০৯:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মানবাধিকার ও জবাবদিহিতা বিষয়ে সাতক্ষীরায় ‘নাগরিকতা’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক), ঢাকা-এর সহযোগিতায় এবং স্থানীয় মানবাধিকার সংগঠন স্বদেশ-এর আয়োজনে সাতক্ষীরায় “নাগরিকতা” শীর্ষক একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৩ জুলাই) বেলা ১২টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ডিজিটাল সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্বদেশ-এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস. এম. আজিজুল হক।

“জবাবদিহিতা ও মানবাধিকার সংস্কৃতিকে এগিয়ে নিতে বাংলাদেশের নারী, পুরুষ ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি”—এই লক্ষ্যকে সামনে রেখে নাগরিকতা প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি অর্থায়ন করছে এম্বাসি অব সুইজারল্যান্ড ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা।সভায় স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন নাগরিকতা প্রকল্পের প্রোগ্রাম অফিসার আজহারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল হামিদ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, বাঁশদহা ইউপি চেয়ারম্যান মো. মফিজুর রহমান, ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো. লুৎফর রহমান, বৈকারী ইউপি সচিব মনতোষ কুমার সাধু, শিবপুর ইউপি সচিব মো. রফিকুল ইসলাম, সিডা’র নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস, গণফোরামের জেলা সভাপতি আলীনুর খান বাবুল, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জ্যোৎস্না দত্ত, ভূমিহীন নেতা আব্দুস সামাদ, স্বপন কুমার সানা, আনিসুর রহমান, অশোক পাল এবং এ কে এম আবু জাফর সিদ্দিক প্রমুখ।
সভায় বক্তারা বলেন, এই প্রকল্পের মাধ্যমে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী, বাঁশদহা, শিবপুর ও ভোমরা ইউনিয়নে জনগণের সক্রিয় অংশগ্রহণ, জবাবদিহিতা বৃদ্ধি এবং মানবাধিকার চর্চা জোরদার করা হবে। প্রকল্পটির আওতায় প্রত্যক্ষভাবে ২৩ হাজার এবং পরোক্ষভাবে প্রায় ৬ লক্ষ জনগোষ্ঠী উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।
প্রকল্পটি ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত চলবে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এর ৫ ও ১৬ নং লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।সভায় আরও উপস্থিত ছিলেন, এ্যাড. নাজমুন নাহার ঝুমুর, ব্রেকিং দ্য সাইলেন্স-এর মো. আব্দুল মান্নান, ওসিসি’র প্রোগ্রাম অফিসার আব্দুল হাই সিদ্দিক, উত্তরণ-এর প্রোজেক্ট কো-অর্ডিনেটর শেখ মোহাম্মদ আলী, দলিত পরিষদের গৌরপদ দাসসহ আরও অনেকে।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে সপ্তাহব্যাপী (২৪-৩০ জুলাই) বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে।

মানবাধিকার ও জবাবদিহিতা বিষয়ে সাতক্ষীরায় ‘নাগরিকতা’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

পোস্ট হয়েছেঃ ১২:৩৮:১৮ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক), ঢাকা-এর সহযোগিতায় এবং স্থানীয় মানবাধিকার সংগঠন স্বদেশ-এর আয়োজনে সাতক্ষীরায় “নাগরিকতা” শীর্ষক একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৩ জুলাই) বেলা ১২টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ডিজিটাল সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্বদেশ-এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস. এম. আজিজুল হক।

“জবাবদিহিতা ও মানবাধিকার সংস্কৃতিকে এগিয়ে নিতে বাংলাদেশের নারী, পুরুষ ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি”—এই লক্ষ্যকে সামনে রেখে নাগরিকতা প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি অর্থায়ন করছে এম্বাসি অব সুইজারল্যান্ড ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা।সভায় স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন নাগরিকতা প্রকল্পের প্রোগ্রাম অফিসার আজহারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল হামিদ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, বাঁশদহা ইউপি চেয়ারম্যান মো. মফিজুর রহমান, ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো. লুৎফর রহমান, বৈকারী ইউপি সচিব মনতোষ কুমার সাধু, শিবপুর ইউপি সচিব মো. রফিকুল ইসলাম, সিডা’র নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস, গণফোরামের জেলা সভাপতি আলীনুর খান বাবুল, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জ্যোৎস্না দত্ত, ভূমিহীন নেতা আব্দুস সামাদ, স্বপন কুমার সানা, আনিসুর রহমান, অশোক পাল এবং এ কে এম আবু জাফর সিদ্দিক প্রমুখ।
সভায় বক্তারা বলেন, এই প্রকল্পের মাধ্যমে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী, বাঁশদহা, শিবপুর ও ভোমরা ইউনিয়নে জনগণের সক্রিয় অংশগ্রহণ, জবাবদিহিতা বৃদ্ধি এবং মানবাধিকার চর্চা জোরদার করা হবে। প্রকল্পটির আওতায় প্রত্যক্ষভাবে ২৩ হাজার এবং পরোক্ষভাবে প্রায় ৬ লক্ষ জনগোষ্ঠী উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।
প্রকল্পটি ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত চলবে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এর ৫ ও ১৬ নং লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।সভায় আরও উপস্থিত ছিলেন, এ্যাড. নাজমুন নাহার ঝুমুর, ব্রেকিং দ্য সাইলেন্স-এর মো. আব্দুল মান্নান, ওসিসি’র প্রোগ্রাম অফিসার আব্দুল হাই সিদ্দিক, উত্তরণ-এর প্রোজেক্ট কো-অর্ডিনেটর শেখ মোহাম্মদ আলী, দলিত পরিষদের গৌরপদ দাসসহ আরও অনেকে।