
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের বাঘাইহাট সড়কের শুকনাছড়া এলাকায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন রমেশ চাকমা (২৯)। তিনি ওই এলাকার স্থায়ী বাসিন্দা। শুক্রবার (১ আগস্ট) দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।ঘটনাস্থলে গিয়ে জানা যায়, রমেশ চাকমা বাড়ির পাশের রাস্তার পাশে গাছের ডাল কাটছিলেন। এ সময় ডাল বিদ্যুতের তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে দীঘিনালা আবাসিক বিদ্যুৎ অফিসের সহকারী প্রকৌশলী উজ্জ্বল হোসেন বলেন, “ঘটনাটি সত্য। এটি অত্যন্ত দুঃখজনক। গাছ কাটার আগে আমাদের জানালে আমরা ওই এলাকার বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করে দিই, যাতে দুর্ঘটনার আশঙ্কা না থাকে।”
দীঘিনালা থানায় যোগাযোগ করা হলে তারা জানায়, এখন পর্যন্ত এ ঘটনায় কেউ কোনো লিখিত অভিযোগ করেননি।