০৯:২৩ অপরাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কুলিয়া রফিকুলের দোকান থেকে বেলিয়াডাঙা স্কুল পর্যন্ত রাস্তাটির বেহাল দশা

  • Abbasuddin G.M
  • পোস্ট হয়েছেঃ ০১:২০:৫২ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • 34
দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নে রফিকুলের চায়ের দোকান থেকে   বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় গামি রাস্তাটিটে চলাচল করে পূবঞ্চলের কয়েকটি গ্রাম ও ঘেরে যাওয়া জনগণ। রাস্তা। দীর্ঘদিন রফিকুলের চায়ের দোকান থেকে শান্তি দাদার বাড়ি ও
বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত বেহাল দশা রাস্তাটির।
রাস্তাটির id নং – 287255011-Kulia Rafikul,s
House-Bishad House Via  Pukur road- 1,000 km।
 অব্যাহত বৃষ্টিতে আর দীর্ঘদিন সংস্কার না করার কারাণে রাস্তা টি নষ্ট হংয়ে বড় বড় গর্তের সৃষ্টি হায়োছে। প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।  প্রতিদিন চলাচল কারে স্কুলে শ’শ’ শিক্ষার্থী, মোটরসাইকেল, বাইসাইকেল, নানা রকম ছোট-বড় যানবাহন।
এই বেহালদশার কারণে সড়কের যাতায়াতকারী যাত্রীরা রাস্তাটির নাম দিয়েছেন এতিম রাস্তা সাধারণ মানুষ রাস্তা টি দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন।
কমপক্ষে দশটি গ্রামের সহ বিভিন্ন স্থানের লোকজন এই রাস্তায় যাতায়াত করেন।
এছাড়াও এলাকার শিক্ষার্থীরা সাতক্ষীরা শহরের কলেজে যাতায়াত করে চরম ঝুঁকি নিয়ে।
শিক্ষার্থীদের অভিযোগ, সড়কের এতটাই বেহাল অবস্থা যে যাতায়াত করা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দ্রুত সংস্কার করা না হলে এই বর্ষায় রাস্তাটি পুরোপুরি চলাচলের অনুপযোগী হয়ে পড়বে। দীর্ঘদিন ধরে ?শোনা যাচ্ছে খুব দ্রুততম সময়ে
রাস্তাটি কাজ হবে। অদ্যবদী রাস্তাটি কোন সংস্কার হয়নি সৃষ্টি হয়েছে ঝুঁকিপূর্ণ গর্ত। দীর্ঘদিন এই অবস্থা হলেও সেদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো নজর দিচ্ছে না। প্রায়ই এই সড়কে সংঘটিত হচ্ছে নানা দুর্ঘটনা।
আব্দুর রহমান নামের একজন পথচারির বলেন তিনি নিয়মিত রাস্তা দিয়ে চলাচল করে। তিনি আরো বলেন বৃষ্টি হলে তো মনে হয় গর্ত আর রাস্তায় কোনো পার্থক্য নেই। বর্ষা না হালে হুলাবাংলিংতে সব একাকার হয়ে যায়। বর্তমানে রাস্তাটি এতিম। যে কারণে দেখার কেউ নেই।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

ঝিনাইদহে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

কুলিয়া রফিকুলের দোকান থেকে বেলিয়াডাঙা স্কুল পর্যন্ত রাস্তাটির বেহাল দশা

পোস্ট হয়েছেঃ ০১:২০:৫২ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নে রফিকুলের চায়ের দোকান থেকে   বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় গামি রাস্তাটিটে চলাচল করে পূবঞ্চলের কয়েকটি গ্রাম ও ঘেরে যাওয়া জনগণ। রাস্তা। দীর্ঘদিন রফিকুলের চায়ের দোকান থেকে শান্তি দাদার বাড়ি ও
বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত বেহাল দশা রাস্তাটির।
রাস্তাটির id নং – 287255011-Kulia Rafikul,s
House-Bishad House Via  Pukur road- 1,000 km।
 অব্যাহত বৃষ্টিতে আর দীর্ঘদিন সংস্কার না করার কারাণে রাস্তা টি নষ্ট হংয়ে বড় বড় গর্তের সৃষ্টি হায়োছে। প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।  প্রতিদিন চলাচল কারে স্কুলে শ’শ’ শিক্ষার্থী, মোটরসাইকেল, বাইসাইকেল, নানা রকম ছোট-বড় যানবাহন।
এই বেহালদশার কারণে সড়কের যাতায়াতকারী যাত্রীরা রাস্তাটির নাম দিয়েছেন এতিম রাস্তা সাধারণ মানুষ রাস্তা টি দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন।
কমপক্ষে দশটি গ্রামের সহ বিভিন্ন স্থানের লোকজন এই রাস্তায় যাতায়াত করেন।
এছাড়াও এলাকার শিক্ষার্থীরা সাতক্ষীরা শহরের কলেজে যাতায়াত করে চরম ঝুঁকি নিয়ে।
শিক্ষার্থীদের অভিযোগ, সড়কের এতটাই বেহাল অবস্থা যে যাতায়াত করা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দ্রুত সংস্কার করা না হলে এই বর্ষায় রাস্তাটি পুরোপুরি চলাচলের অনুপযোগী হয়ে পড়বে। দীর্ঘদিন ধরে ?শোনা যাচ্ছে খুব দ্রুততম সময়ে
রাস্তাটি কাজ হবে। অদ্যবদী রাস্তাটি কোন সংস্কার হয়নি সৃষ্টি হয়েছে ঝুঁকিপূর্ণ গর্ত। দীর্ঘদিন এই অবস্থা হলেও সেদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো নজর দিচ্ছে না। প্রায়ই এই সড়কে সংঘটিত হচ্ছে নানা দুর্ঘটনা।
আব্দুর রহমান নামের একজন পথচারির বলেন তিনি নিয়মিত রাস্তা দিয়ে চলাচল করে। তিনি আরো বলেন বৃষ্টি হলে তো মনে হয় গর্ত আর রাস্তায় কোনো পার্থক্য নেই। বর্ষা না হালে হুলাবাংলিংতে সব একাকার হয়ে যায়। বর্তমানে রাস্তাটি এতিম। যে কারণে দেখার কেউ নেই।