
“তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি” উপলক্ষে “আমার চোখে জুলাই বিপ্লব” শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে শহিদদের স্মরণে চুয়াডাঙ্গা জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ রোববার (৩ আগস্ট) সকালে চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ এবং প্রদীপন মাধ্যমিক বিদ্যাপীঠের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণ কার্যক্রমের অংশ হিসেবে গাছের চারা বিতরণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।
উক্ত কর্মসূচির আওতায় প্রতিটি নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানে ৫০০টি করে মোট ৩ হাজার গাছের চারা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে জেলার নতুন প্রজন্মের মাঝে পরিবেশ সংরক্ষণ ও শহিদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জাগ্রত করার প্রয়াস চালানো হচ্ছে।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম চারা বিতরণকালে শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন এবং পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব, পরিবেশবান্ধব জীবনচর্চা ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সমাজে ইতিবাচক ভূমিকা রাখার বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করেন।
উক্ত অনুশঠানে জেলা প্রশাসক এবং জেলা পরিষদের কর্মকর্চা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।