
খুলনা, ১ আগস্ট: খুলনা মহানগরীর সোনাডাঙ্গা সবুজবাগ এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মনোয়ার হোসেন টগর (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সোয়া ৯টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত টগর একই এলাকার বাসিন্দা জামাল হাওলাদারের ছেলে। তিনি পেশায় রংয়ের ঠিকাদার ছিলেন।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, রাত সোয়া ৯টার দিকে তিনজন যুবক টগরের বাড়িতে আসে। কথোপকথনের এক পর্যায়ে তাদের একজন টগরের বুকের ডান পাশে ছুরিকাঘাত করে। এতে টগর মাটিতে লুটিয়ে পড়েন।
চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে টগরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোনাডাঙ্গা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাই জানান, হত্যাকারীরা নিহতের পূর্ব পরিচিত ছিল এবং তাদের সবাইকে শনাক্ত করা হয়েছে। খুব শিগগিরই আসামিদের গ্রেপ্তার করা হবে বলে তিনি জানিয়েছেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।