
বরগুনা জেলার আমতলীতে চাষ হয় নানার রকমের ফসল,তবে ধান ও তরমুজ চাষ দিন দিন বেড়েই চলেছে। মুগডাল চাষে রয়েছে সীমাহীন আগ্রহ, এ ছাড়াও রয়েছে বাদাম, মরিচ, ইত্যাদি। কিন্তু এখানে নাই বৃষ্টি,খালে নাই পানি, মাঠ ঘাট ফেটে চৌচির হয়ে গেছে, তাই এ সকল ফসলের মাঠ বাচিয়ে রাখতে সরকারের পদক্ষেপ নেওয়া অতি জরুরী বলে অত্র এলাকার মানুষ মনে করেন।