
চিলমারীতে মরহুম আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে চিলমারী সরকারি কলেজ মাঠে ২৫ জুন ২০২৫ ইং তারিখে বিকাল ৪ঃ৩০ মিনিটে চিলমারী নারী ফুটবল একাডেমি বনাম পাটগ্রাম নারী ফুটবল একাডেমি লালমনিরহাট এক প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত ম্যাচটি দেখার জন্য দূর দূরান্তের বিভিন্ন লোক চিলমারী সরকারি কলেজ মাঠে দুপুর থেকেই ভিড় জমায়। উক্ত খেলায় দুই দলই আক্রমন পাল্টা আক্রমণ চালায়।পাটগ্রাম নারী ফুটবল একাডেমি ৩ -১ ব্যবধানে চিলমারী নারী ফুটবল একাডেমিকে পরাজিত করে। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ আব্দুল মতিন সরকার শিরিন, সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চিলমারী উপজেলা শাখা। উক্ত নারী প্রীতি ফুটবল ম্যাচে সভাপতিত্ব করেন,জান্নাতুল ফেরদৌস চায়না, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী নারী দল, চিলমারী উপজেলা শাখা। নারী প্রীতি ফুটবল ম্যাচটির সার্বিক সহযোগিতায় ছিলেন,জিহাদ ফেরদৌস চমক, সহ সমাজসেবা বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুড়িগ্রাম জেলা শাখা। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন চিলমারী উপজেলা ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মী।