
পঞ্চগড়-২ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য মরহুম মোজাহার হোসেনের কবর জিয়ারতের উদ্দেশ্যে আসার পথে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মাসুদ রানা রিয়াজের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটে আজ রবিবার ০৬ জুলাই ২০২৫ ইং দুপুরে বোদা উপজেলার সাকোয়া বাজার এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাসুদ রানা রিয়াজ, মরহুম মোজাহার হোসেনের কবর জিয়ারতের জন্য সাকোয়া বাজারে পৌঁছালে স্থানীয় নিজ দলীয় প্রতিপক্ষ দলীয় কোন্দল এর কারণে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
এই হামলার নেতৃত্ব দেয় বিএনপি’র সাজ্জাদ হোসেন শামীম, সবুজ মোল্লা এবং রাকিব। হামলাটি পূর্বপরিকল্পিতভাবে সংঘটিত হয়ে বলে জানা যায়।
মাসুদ রানা রিয়াজের সঙ্গে থাকা সমর্থকদের ওপরও হামলা চালানো হয়, এ হামলায় কয়েকজন আহত হন বলে জানা গেছে। এ ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে এখনো কোন বিবৃতি পাওয়া যায়নি, তবে স্থানীয় নেতৃবৃন্দ অনেকেই বলছেন একজন কেন্দ্রীয় ছাত্রনেতার ওপর প্রকাশ্যে এভাবে হামলা চালানো অত্যন্ত ন্যাক্কারজনক ও গণতান্ত্রিক রাজনীতির পরিপন্থী।
আমরা এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। ঘটনার পর এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী ও ছাত্রদলের নেতাকর্মীরা দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।