
রাঙামাটির রাজস্থলী উপজেলা জমায়াতের উদ্যোগে শুক্রবার (১৪ মার্চ) বিকেলে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজস্থলী উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এই আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন
রাজস্থলী উপজেলা জামায়াতের আমীর মৌলবি ফরিদ উদ্দিন।
উপজেলা সেক্রেটারি মোঃ রেজাউল করিমের সঞ্চালনায় উক্ত মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামি রাংগামাটি জেলা সেক্রেটারি মানছুরুল হক। বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা আমীর মোঃ হারুনুর রশিদ। এছাড়াও উপস্থিত ছিলেন, চন্দ্রঘোনা থানা আমীর মোঃ আহনাফ বশির, জেলা সুরা সদস্য অ্যাডভোকেট মোঃ রহমত উল্লাহ, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির চন্দ্রঘোনা থানা শাখার সভাপতি মোঃ শাহাদাত হোসেন, কাপ্তাই উপজেলা দায়িত্বশীল শফিকুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে জামায়াত সেক্রেটারি মানছুরুল হক বলেন, ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য ন্যায়বিচার, সমতা ও মানবিক মূল্যবোধ নিশ্চিত করা অপরিহার্য। যেখানে প্রত্যেক ব্যক্তি তার অধিকার পাবে এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, সেই সমাজই হবে শান্তি ও উন্নয়নের আদর্শ। আমাদের দায়িত্ব হলো সত্য, ন্যায় ও সততার পথে অটল থেকে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা।
পরে দোয়া ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।