
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, মাষ্টার হযরত আলী ।প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি কে অবৈধ্য ও প্রত্যাহার চেয়ে কেশব পুর সাধারণ শিক্ষকদের সংবাদ সম্মেলন। কেশবপুর প্রাথমিক শিক্ষক সমিতির মো:শাহীন হোসেন কে সভাপতি ও মো:হাবিবুর রহমান কে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন কে কেন্দ্র করে, সাধারণ শিক্ষকদের মাঝে ব্যাপক ক্ষোপের সৃষ্টি হয়। এই কমিটি গঠন অবৈধ্য, ভোট বিহীন,ও প্রাথমিক শিক্ষক সমিতির পরিপন্থী বলে, সাধারণ শিক্ষকদের পক্ষে দাবি করা হয়।সাধারণ শিক্ষকগন বলেন,সমিতির গঠন তন্ত্র না মেনে কমিটি করা হয়েছে।নিয়ম অনুসারে যে সাধারণ সম্পাদক হওয়ার কথা না,তাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।বি এন পি পন্থি শিক্ষকগন বলেন, আওয়ামীলীগের শিক্ষকদের পূর্ণ বাসন করে এই কমিটি গঠিত হয়েছে।সমিতির গঠন তন্ত্রে ৪৩ জন বিশিষ্ট উল্লেখ থাকলেও ৫৩জন বিশিষ্ট কমিটি করা হয়েছে।শিক্ষকগন আরও বলেন, এই অবৈধ্য কমিটির সদস্যরা বিভিন্ন সময়ে, মোবাইলের মাধ্যমে, হুম,ভয়ভীতি দেখাচ্ছে।শিক্ষকরা বলেন,নবগঠিত কমিটির সভাপতি মুখের ভাষা অত্যন্ত জঘন্য। বিভিন্ন সময়ে সমিতির ঘরে তালা ও বাথরুম বন্ধ করে রাখে।
আরও বলেন এই অবৈধ্য কমিটির ১৬জন আওয়ামীলীগ রাজনীতির সাথে সরাসরি জড়িত ছিল এবং আওয়ামীলীগ সরকারের আমলে ভোটে অনিয়ম দূর্নীতির সাথে জড়িত ছিলেন বলে অভিযোগ করেন। তাই সাধারণ শিক্ষকদের দাবি এই অবৈধ্য কমিটি বাতিল করে, গনতন্ত্রের মাধ্যমে ভোট দিয়ে কমিটি গঠন করা হোক।