
সম্প্রতি রাজধানীর আলোচিত মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের বহনকারী বিমান দূর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে বিশেষ মিলাদ ও দোয়ার আয়োজন করেছে লালমোহনের শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদ্রাসা।
মঙ্গলবার (২৩ জুলাই) বাদ আছর মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আয়োজনে শিক্ষক, ছাত্র ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। উপস্থিত সকলে নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করেন।
শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদ্রাসার কার্য নির্বাহী পরিচালক জনাব মোঃ আবুল হাসান বলেন, “এই মর্মান্তিক ঘটনায় আমরা সবাই শোকাহত। আমাদের ভবিষ্যতের আলো এমন করুণভাবে নিভে যাওয়া সহ্য করা কষ্টকর। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন নিহতদের জান্নাত নসিব করেন এবং শোকাহত পরিবারগুলোকে ধৈর্য ধরার শক্তি দেন।”
শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদ্রাসার এই মহৎ উদ্যোগে শিক্ষার্থী ও এলাকাবাসী গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।