০৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিশৃঙ্খল পার্কিংয়ে চলাচলে দুর্ভোগ, বেরোবিতে গ্যারেজ না থাকায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা

  • Rakibul Hasan Munna
  • পোস্ট হয়েছেঃ ০৮:০৩:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • 28
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) নেই কোনো নির্ধারিত পার্কিং ব্যবস্থা। ফলে একাডেমিক ভবন ও প্রশাসনিক ভবনের আশপাশে যত্রতত্র সাইকেল, মোটরসাইকেল ও গাড়ি রেখে চলাচলে বিঘ্ন ঘটাচ্ছেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা। এতে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন সাধারণ শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে প্রায়ই সাইকেল ও মোটরসাইকেলের জটলা দেখা যায় যা যাতায়াতের পথ সংকুচিত করে তোলে। শ্রেণিকক্ষ কিংবা অফিস কক্ষে প্রবেশেও বিঘ্ন ঘটে।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ফাহিম শাহারিয়ার বলেন, “ক্লাসে ঢোকার সময় প্রায়ই সাইকেলের গ্যাপে পা আটকে পড়ে যাচ্ছি। কখনো আবার মোটরসাইকেলের হ্যান্ডেলে জামা আটকে যায়। বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এমন বিশৃঙ্খলা কাম্য নয়।”
বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তর সূত্র জানায়, পার্কিংয়ের জন্য নির্ধারিত কোনো গ্যারেজ এখনও নির্মিত হয়নি। বিষয়টি প্রশাসনের নজরে থাকলেও দীর্ঘদিনেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের এক প্রশাসনিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “পার্কিংয়ের জন্য জায়গা নির্ধারণের প্রক্রিয়া চলছে। তবে জায়গার স্বল্পতা ও বাজেট সংকটের কারণে তা এখনো বাস্তবায়ন সম্ভব হয়নি।”
এমন পরিস্থিতিতে শিক্ষার্থীরা দ্রুত পদক্ষেপ দাবি করেছেন। তাদের ভাষায়, “গার্ডেন নয়, এটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এখানে শৃঙ্খলা চাই।” তারা নির্দিষ্ট জায়গায় গ্যারেজ নির্মাণ ও সুনির্দিষ্ট পার্কিং নীতিমালা প্রণয়নের মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান চান, না হলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

সন্দ্বীপে এসইডিপি’র আওতায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

বিশৃঙ্খল পার্কিংয়ে চলাচলে দুর্ভোগ, বেরোবিতে গ্যারেজ না থাকায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা

পোস্ট হয়েছেঃ ০৮:০৩:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) নেই কোনো নির্ধারিত পার্কিং ব্যবস্থা। ফলে একাডেমিক ভবন ও প্রশাসনিক ভবনের আশপাশে যত্রতত্র সাইকেল, মোটরসাইকেল ও গাড়ি রেখে চলাচলে বিঘ্ন ঘটাচ্ছেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা। এতে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন সাধারণ শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে প্রায়ই সাইকেল ও মোটরসাইকেলের জটলা দেখা যায় যা যাতায়াতের পথ সংকুচিত করে তোলে। শ্রেণিকক্ষ কিংবা অফিস কক্ষে প্রবেশেও বিঘ্ন ঘটে।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ফাহিম শাহারিয়ার বলেন, “ক্লাসে ঢোকার সময় প্রায়ই সাইকেলের গ্যাপে পা আটকে পড়ে যাচ্ছি। কখনো আবার মোটরসাইকেলের হ্যান্ডেলে জামা আটকে যায়। বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এমন বিশৃঙ্খলা কাম্য নয়।”
বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তর সূত্র জানায়, পার্কিংয়ের জন্য নির্ধারিত কোনো গ্যারেজ এখনও নির্মিত হয়নি। বিষয়টি প্রশাসনের নজরে থাকলেও দীর্ঘদিনেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের এক প্রশাসনিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “পার্কিংয়ের জন্য জায়গা নির্ধারণের প্রক্রিয়া চলছে। তবে জায়গার স্বল্পতা ও বাজেট সংকটের কারণে তা এখনো বাস্তবায়ন সম্ভব হয়নি।”
এমন পরিস্থিতিতে শিক্ষার্থীরা দ্রুত পদক্ষেপ দাবি করেছেন। তাদের ভাষায়, “গার্ডেন নয়, এটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এখানে শৃঙ্খলা চাই।” তারা নির্দিষ্ট জায়গায় গ্যারেজ নির্মাণ ও সুনির্দিষ্ট পার্কিং নীতিমালা প্রণয়নের মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান চান, না হলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন।