
বিশিষ্ট সমাজসেবক মহসিন আলী মন্ডল কে হত্যার উদ্দেশ্যে অপহরণ কারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার দুপুরে এলাকাবাসী আয়োজনে সুন্দরগঞ্জ উপজেলার ধর্মপুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, সাজেদুল ইসলাম, মাহাবুর ইসলাম, পিন্স ইসলাম, এরশাদ ইসলামসহ অন্যরা।
উল্লেখ্য গত ৩ জুলাই গভীর রাতে পরিকল্পিতভাবে অপহরণের চেষ্টা করে লাবিব নেতৃত্বে এক দল দুর্বৃত্ত জমিজমার কাগজপত্রের কথা বলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা অভিযুক্তরা তাকে ডেকে নেয়। এরপর কথার ছলে তাকে জোরপূর্বক পাশ্ববর্তী বাদশা মাস্টারের বাড়িতে নিয়ে গিয়ে আটকে রাখে এবং হত্যার উদ্দেশ্যে হাত-পা বাঁধার চেষ্টা করে।
পরবর্তীতে তাকে অটোগাড়িতে তুলে আলমডাঙ্গা ইটভাটার দিকে নিয়ে যাওয়ার সময় ছমিরের বাজার এলাকায় পৌঁছালে মহসিন আলী মন্ডল সাহসিকতার সাথে অটো থেকে লাফিয়ে পড়ে স্থানীয় একটি চায়ের দোকানের সামনে আশ্রয় নেন। সেখানে স্থানীয় জনগণ এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।
এই ঘটনায় মামলা করলেও এখন পর্যন্ত কোন আসামি গ্রেফতার হয়নি বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
এ ব্যাপারে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) জানান তারা আসামি ধরার জন্য চেষ্টা চালাছেন।